
মোদী সরকারের ঘোষণা, সময়ে কাজ শেষ না হলে ‘নন-পারফর্মিং’ তকমা ঠিকাদার সংস্থার
ঠিক কী ঘটেছিল? জানা গেছে, এদিন সকাল থেকেই বিসর্জন চলছিল বাবুঘাটে। এর মাঝে বাজেকদমতলা ঘাটে হঠাৎ হইচই শুরু হয়। দেখা যায় দুই ব্যক্তির পচা গলা মৃত দেহ জলে ভেসে উঠেছে। মৃতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ সূত্রের খবর, একজনের বয়স আনুমানিক ৬৫। কাশিপুর গান শেল কারখানার কাছে নদীতে তাঁর দেহ ভাসছিল। এছাড়া, আরও এক মৃতদেহ ভাসছিল বাঁধা ঘাটের কাছে। তাঁর বয়স হবে আনুমানিক ৫০।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেনের সাহায্যে মৃতদেহগুলিকে সরানোর ব্যবস্থা করা হয়। সামইয়িকভাএ বন্ধ করা হয় ঘাটে স্নান বা বিসর্জন প্রক্রিয়া। মৃতদেহগুলিকে মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে খবর। গোটা ঘটনায় বাবুঘাটে রবিবার বেলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।