Latest News

তরুণীর কোপানো দেহ উদ্ধার হরিণঘাটায়, মালদা টাউন স্টেশনেও পড়ে আর এক রক্তাক্ত ব্যক্তি

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার পাশ থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত দেহ (Murder Case)। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) হরিণঘাটায়। খুনের প্রকৃত কারণ স্পষ্ট না হলেও স্থানীয়দের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন ওই মহিলা! যদিও আসল কারণ জানার চেষ্টায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া সিংগা। স্থানীয় সূত্রে খবর, এলাকার রাস্তার পাশে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। কিন্তু কেন? স্থানীয়দের কথায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই পরিণতি হয় ওই মহিলার। যদিও এর থেকে বেশি আর কেউই কিছু জানাননি। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম অসীমা সিং (বয়স আনুমানিক ৩০)। উত্তর চান্দা গ্রামের বাসিন্দা।

মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের খোঁজ চালাচ্ছে। অসীমার পরিবারের লোকদের সঙ্গেও কথা বলছে হরিণঘাটা থানার পুলিশ।

অন্যদিকে, এদিন মালদা টাউন (Maldah Town)স্টেশন থেকেও রক্তাক্ত অবস্থায় এক রেলযাত্রীকে উদ্ধার করে মালদা রেল পুলিশ। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গেছে, সকাল ১০টা নাগাদ তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন অন্য যাত্রীরাই। তাঁর নাম পরিচয় জানা যায়নি।

মদ খেয়ে শ্বশুরবাড়িতে চড়াও, এলোপাথাড়ি কোপ স্ত্রী ও শ্বশুরকে! শান্তিপুরে গ্রেফতার জামাই

You might also like