
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। বেশ কিছুদিন ধরেই ওই দু’জনের উপর নজর রাখছিল পুলিশ। সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিমতিতায় তাদের আস্তানায় হানা দেয়। সেখান থেকেই মেলে প্রচুর বিষ্ফোরক।
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় ১০০ কিলো বারুদ উদ্ধার করা হয়েছে। এত পরিমাণ বিস্ফোরক তারা ঠিক কী কারণে জমা করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে বোমা তৈরির জন্যই ওই বারুদ মজুত করা হয়েছিল কি না, দেখা হচ্ছে তাও। ওই দুই যুবক সুঁটি এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়।