কী বদল?
এবার থেকে টুইটারে কোনও ছবি, ভিডিও বা অন্য যেকোনও কিছু শেয়ার করতে হলে অনুমতি লাগবে। যিনি সেই মিডিয়া টুইটারে আপলোড করেছেন, তাঁর সম্মতি ছাড়া কিছুই শেয়ার করা যাবে না। এই নতুন নিয়ম মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।
ইতিমধ্যে যেকোনও ব্যক্তিগত তথ্য যেমন বাড়ির ঠিকানা, পরিচয় পত্র ও যোগাযোগের নম্বর ইত্যাদি নিষিদ্ধ করে দিয়েছে টুইটার। নতুন নিয়মও কার্যকরী হচ্ছে ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে। যাতে টুইটারে কোনও ব্যক্তিকে কখনও হেনস্থা হতে না হয় সেই কারণেই এই ব্যবস্থা।
নিজেদের নতুন এই নিয়মের কথা বলতে গিয়ে একটি ব্লগ পোস্টের মাধ্যমে টুইটার অলেছে, আমাদের যে প্রাইভেসি পলিসি আছে, তা অত্যন্ত শক্তিশালী। কিন্তু এই নতুন আপডেটের মাধ্যমে আমরা অপরাধীর বিরুদ্ধে আরও সহজে ব্যবস্থা নিতে পারব। মানবাধিকারের স্বার্থেই এই আপডেট। আজ থেকে তা কার্যকর হবে সারা বিশ্বে।
সিইও বদলের পরেই এই প্রাইভেসি পলিসিতে বদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।