Latest News

ট্রেন থেকে নামিয়ে তোলা হচ্ছিল ম্যাটাডোরে, বর্ধমানে পাচারের আগেই উদ্ধার প্রায় ৮০০ কচ্ছপ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রায় আটশো কচ্ছপ (turtles) উদ্ধার হল পূর্ব বর্ধমানের (Burdwan) তালিত স্টেশনের কাছে। রেল পুলিশ ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কচ্ছপ ভর্তি ব্যাগ গুলি উদ্ধার (rescued) করে।

স্থানীয় বাসিন্দা সেখ রহমত আলি ও নূপুর দাস জানান, কয়েকজন মহিলা ভারী ব্যাগ টোটোয় চাপিয়ে তালিত স্টেশনের কাছে নিয়ে গিয়ে একটি ম্যাটাডোরে বোঝাই করছিল। দেখে সন্দেহ হওয়ায় তাঁরা কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের বিষয়টি জানান। সিভিক ভলেন্টিয়াররা কাছে যেতেই ম্যাটাডোরটির চালক দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে মাঠের দিকে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ বাড়ে সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয়দের। পিছু ধাওয়া করলে তালিত ও খানা জংশন স্টেশনের মাঝে কচ্ছপ বোঝাই ম্যাটাডোরটি ফেলে পাচারকারীরা চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনও ডাউন মেল বা এক্সপ্রেস ট্রেনে কচ্ছপগুলি পাচার করা হচ্ছিল। কোনও কারণে তালিত ও খানা জংশন স্টেশনের মাঝে ট্রেন থামতেই পাচারকারীরা কচ্ছপ ভর্তি ব্যাগগুলি ট্রেন থেকে নামিয়ে মাঠের মধ্যে জড়ো করে। তারপর টোটো করে মাঠ থেকে নিয়ে গিয়ে ম্যাটাডোরে বোঝাই করছিল বর্ধমান-বোলপুর জাতীয় সড়কের উপর তালিত স্টেশনের কাছে। ম্যাটাডোরে করেই পাচারকারীরা কচ্ছপ ভর্তি ব্যাগগুলি গন্তব্যে পাচারের বন্দোবস্ত করছিল।

এই ঘটনায় পাচারকারীরা কেউ ধরা পড়েনি। দলে বেশ কয়েকজন মহিলা ছিল বলে জানা গেছে। বর্ধমান স্টেশনের আরপিএফ ৬ টি কচ্ছপ ভর্তি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়। আর বাকি কচ্ছপ ভর্তি ২৩ টি ব্যাগ নিয়ে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ। ২৩ টি ব্যাগ থেকে ৫৬৮ টি কচ্ছপ উদ্ধার করে। অন্যদিকে আরপিএফ ৬টি ব্যাগ থেকে ২০০ টির মত কচ্ছপ উদ্ধার হয়। প্রায় আটশো কচ্ছপ বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

নবান্নে সরকারি ডায়েরি ও ক্যালেন্ডারে নেই অশোক স্তম্ভ, শুধুই বিশ্ববাংলা!

You might also like