Latest News

বেশ কিছু ফুটবলারও আটকে রয়েছেন তুরস্কের ধ্বংসস্তূপে! উদ্ধারকারী দল পাঠাচ্ছে চেলসি

দ্য ওয়াল ব্যুরো: তুরস্কের ভূমিকম্পে (Turkey Earthquake) এখনও পর্যন্ত প্রায় ২৫০০ মানুষের মৃত্যু ঘটেছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। অনেকে আহত হয়েছেন বীভৎস ভাবে।

তার মধ্যেই জানা গিয়েছে নামী ফুটবল তারকাদের মধ্যে অনেকেই নিখোঁজ। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তালিকায় রয়েছেন চেলসি ও নিউ কাসেলে খেলে যাওয়া ক্রিস্টিয়ান আতসু (Christian Atsu)। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না মালটিসায়ারের গোল রক্ষক কুর্টসালান ও তাঁর পরিবারকে। ওই ফুটবলারের স্ত্রী বেঁচে ফিরে একটি ম

চেলসির আটসু যদিও নামী তারকা। তিনি খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও। তাঁর ও পরিবারের খোঁজ নিতে চেলসি কয়েকজন নিরাপত্তা আধিকারিককে পাঠাচ্ছে। এটি একটি ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ উদ্যোগ।

এই তারকা এখন খেলেন তুরস্কের ক্লাব হাত্যস্পরে। এই ক্লাবটি যেখানে অবস্থিত সেখানেই ঘটেছে মারাত্বক ভূকম্পন। ওই ক্লাবের সভাপতিও নিখোঁজ ঘটনার পর থেকে।

১৯৩৯ সালের পরে এত বড় ভূ কম্পন তুরস্কে হয়নি। সেবার প্রায় ৩৩ হাজার মানুষ মারা গিয়েছিলেন। এবারও ভূ কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.৮! তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এবার কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! কুস্তির পর কবাডি, ফের ক্রীড়া-কলঙ্কে জর্জরিত ভারত

You might also like