Latest News

ফের ভূমিকম্প! তুরস্কে বিপর্যয় থামছেই না, তীব্র কম্পন সেই একই প্রদেশে, মৃত্যুমিছিল প্রায় ২০০০

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার কেঁপে উঠল তুরস্ক (Turkey Earthquake)। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তিনবার ভূমিকম্পের কবলে পড়ল দেশটি। মধ্য তুরস্কে এই ভূমিকম্পের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িঘর। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৬। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে আগের দু’টি কম্পন মিলিয়ে এ পর্যন্ত যা হিসেব, তাতে মৃতের সংখ্যা প্রায় ২০০০।

সোমবার সকাল থেকে একের পর এক ভূমিকম্প দেখছে তুরস্ক। এদিন ভোরে তুরস্কের প্রথম যে ভূমিকম্প অনুভব হয় রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৭.৮। এর পরে ৬.৭ মাত্রার বেশ কয়েকটি ভূকম্প-পরবর্তী কম্পন টের পাওয়া যায়। সেই রেশ কাটিয়ে ওঠার আগেই এদিন দুপুরে কেঁপে ওঠে তুরস্কের খারামানমারাস প্রদেশ। কম্পনের মাত্রা ছিল ৭.৬। কয়েক ঘণ্টার মধ্যে ওই একই প্রদেশেই অনুভূত হল কম্পন।

তুরস্কের আকাশে-বাতাসে এখন শুধুই কান্নার শব্দ। মাথার ছাদ ধূলিসাৎ। প্রিয়জনদের মৃত্যু দেখছে চোখের সামনে, এমন মানুষের সংখ্যা অসংখ্য। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাজার হাজার মানুষ। বহু মানুষ সর্বস্ব খুইয়ে বসে রয়েছেন রাস্তায়।

তুরস্কে যে বিপদ এখনও কাটেনি তা এই তৃতীয় ভূমিকম্পের ঘটনা থেকে স্পষ্ট। কেউ জানেন না কোথায় দিয়ে থামবে এই প্রাকৃতিক প্রলয়। উদ্ধারকারীরা এখনও চালিয়ে যাচ্ছেন উদ্ধারের কাজ। আটকে পড়া বাসিন্দাদের কী ভাবে বাইরে আনা হবে, কোথায়ই বা আশ্রয় দেওয়া হবে মাথার ছাদ হারানো মানুষগুলোকে, তা নিয়ে দিশেহারা স্থানীয় প্রশাসন। তুরস্কের এই বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা, ভারত, ইজরায়েল, ইউক্রেনের মতো দেশগুলি।

যেন ভূমিকম্পের ‘তুর্কি’নাচন! লন্ডভন্ড হয়ে গেল আরও একটি প্রদেশ, ভেঙেচুরে তছনছ তুরস্ক

You might also like