Latest News

তুরস্কের ভয়াবহ ভুমিকম্পের জেরে মৃত্যুমিছিল সিরিয়াতেও, দুই দেশে প্রাণ গেল অন্তত ২০০ জনের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে (Turkey Earthquake) মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ২০০। সিরিয়া সীমান্তে তুরস্কের গাজিয়ানটেপ এলাকা ভূমিকম্পের উৎসস্থল হলেও তীব্র কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও (Syria)। ফলে সেখানেও অজস্র মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার সেই ভূমিকম্পে প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

সিরিয়ার আধিকারিকরা জানিয়েছেন, দেশের সরকার অধিকৃত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেঙে পড়েছে অজস্র বাড়িঘর। তুরস্কে এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির আধিকারিকরা। মালাতিয়া প্রদেশে অন্তত ১৩০টি বাড়ি ভেঙে পড়েছে বলে সূত্রের খবর।

সোমবার ভোর ৪.১৭ নাগাদ তুরস্কের দক্ষিণ পূর্বের ওসমানিয়া প্রদেশের গাজিয়ানটেপ (Gaziantep) এলাকায় প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়, যা স্থায়ী হয় প্রায় ৪০ সেকেন্ড। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। সূত্রের খবর, প্রথম কম্পনটির ১৫ মিনিট পরেই আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৬.৭। পরপর কম্পনের জেরে দেশটির অন্তত ৮টি প্রদেশে বিপুল ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলির গভর্নরদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়িপ এরদোগান। সকাল হতেই উদ্ধারের কাজ শুরু করে দেওয়া হয়েছে এলাকাগুলিতে। তাতে প্রতি মুহুর্তে বেড়ে চলেছে মৃতের সংখ্যা।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে অজস্র বাড়িঘর ভেঙে পড়ার এবং ফাটল ধরার ছবি দেখা যাচ্ছে। জানা গেছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। তাঁদের অনেকেই প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই। যাঁরা বেঁচে গেলেন কোনও মতে, ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা যাচ্ছে।

ঘুম ভাঙতেই দেখলেন দাউদাউ করে জ্বলছে ঘর, ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বস্তি

You might also like