
দ্য ওয়াল ব্যুরো: এতদিন পরে অবশেষে মনের সেই জ্বালা নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের (Pakistan) কাছে দশ উইকেটে হারের পরে একটা অংশ বলেছিলেন, ইচ্ছে করে শামি খারাপ বোলিং করে দলকে ডুবিয়েছেন। এছাড়াও নানা কুরুচিকর মন্তব্য ঘিরে সেইসময় ভারতীয় ক্রিকেটমহল উত্তপ্ত হয়েছিল।
শামির পাশে ছিল গোটা ভারতীয় দল। সেইসময় দলের অধিনায়ক বিরাট কোহলি দলের পেসারের সমর্থনে মুখ খুলেছেন। কোহলি জানিয়েছিলেন, যাঁরা এমন মন্তব্য করেছেন, তাঁরা মেরুদন্ডহীন। সামনে এসে কথা বলার ক্ষমতা তাঁদের নেই। কাপুরুষের মতো কথা বলেছেন সোশ্যাল সাইটে।
পাক ম্যাচে শামি ৩.৪ ওভারে রান দিয়েছিলেন ৪৩। সেই নিয়ে আগুন বয়ে যায়। সোমবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে শামি বলেছেন, ‘‘এটা একটা রোগ, যার কোনও ওষুধ নেই। যাঁরা ধর্মের নামে মানুষের সমালোচনা করেন, তাঁদের ক্ষতবিক্ষত করেন, আমার মতে, তাঁরা ভারতীয়ই নন। ভারতীয় হলে এমন কথা বলা যায় না।’’
শামি আরও জানান, ‘‘আমি এইসব মানুষদের কোনও গুরুত্ব দিইনি, কারণ এরা এগুলি করেই, গুরুত্ব পাওয়ার জন্য। ’’ভারতীয় দলের নামী পেসারের এই প্রসঙ্গে মত হল, ‘‘এগুলি নিকৃষ্ট মনের মানুষদের পরিচয়। যখন একজন ব্যক্তি কোনও অজ্ঞাতপরিচয় প্রোফাইল থেকে এমন মন্তব্য করে, তখনই বোঝা যায় এরা মুখ দেখাতে ভয় পাচ্ছে। ওই মানুষদের গুরুত্ব দিয়ে যখন কোনও তারকারা কোনও মন্তব্য করে বসেন, তাতে তারা গুরুত্ব পেয়ে থাকে, আমি সেটি চাই না। তাই ওইসময় কোনও কথা বলিনি।’’