Latest News

ফের গণপিটুনির অভিযোগ, গরুচোর সন্দেহে সারা রাত পিটিয়ে মেরে ফেলা হল যুবককে

দ্য ওয়াল ব্যুরো: পিটিয়ে মেরে ফেলাই কি এ দেশের একাংশের মানুষের কাছে নতুন ‘ট্রেন্ড’? তা-ও আবার স্রেফ সন্দেহের বশে! ত্রিপুরার সাম্প্রতিকতম গণহত্যার ঘটনা এই প্রশ্নকেই যেন ফের উস্কে দিল। ৩৬ বছরের জ্যোতি কুমারকে গরু চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে বুধবার।

পুলিশ সূত্রের  খবর, ত্রিপুরার ডলাই জেলার রাইশাবাড়ি এলাকার এই মর্মান্তিক ঘটনায় মৃত ব্যক্তির নাম জ্যোতি কুমার। রাইশাবাড়ির প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা ওই যুবকের বয়স ছিল ৩৬। একটি গোয়ালে ঢুকে পড়ার ‘অপরাধে’ উন্মত্ত জনতা বেধড়ক মারধর শুরু করে তার উপরে। অভিযোগ ওঠে, গরু চুরি করতে গোয়ালে ঢুকেছিলেন তিনি। প্রবল মারধরের মুখ থেকে উদ্ধার করে শেষমেশ তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু তত ক্ষণে সব শেষ। চিকিৎসকেরা জানিয়ে দেন, গণপিটুনিতে মৃত্যু হয়েছে যুবকের।

স্থানীয় রাইশাবাড়ি থানার আইসি সুলেমান রিয়াং জানিয়েছেন মঙ্গলবার রাতের ১১টা নাগাদ এক জন চোর ধরা পড়ার খবর আসে থানায়। সেই অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গিয়ে দেখে, বেধড়ক মার খেয়ে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক। তিনি বলেছেন, “খুব বাজে ভাবে লোকটিকে মারা হয়েছিল। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসেরা জানিয়ে দেন, কয়েক ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে।”

মৃত যুবকের ভাই দয়া কুমার গোটা ঘটনায় চরম বিস্মিত। তিনি বলেছেন, “আমরা বুঝতেই পারছি না, কেন জ্যোতি গরু চুরি করতে যাবে! আমাদের বাড়ি থেকে ওই গ্রাম প্রায় কয়েক কিলোমিটার দূরে। ও ওখানে হয়তো কোনও কাজে গেছিল। ঠিক কী পরিস্থিতিতে গোয়ালে ঢুকেছিল, জানি না। কারা ওর উপরে হামলা চালিয়েছে সেটাও আমার জানা নেই।”

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জ্যোতি যে কোনও কারণেই হোক, মঙ্গলবার রাইশাবাড়ি এলাকার এক ব্যক্তির গোয়াল ঘরে ঢুকে পড়েছিল। সেই সময়ে ওই বাড়ির মালিক দেখতে পেয়ে তাঁকে ধরে ফেলে। সেই সময়ে জ্যোতি পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু তত ক্ষণে ওই গোয়ালের মালিকের চিৎকারে অনেকে জড়ো হয়ে গিয়েছিল।

রাত প্রায় ১১টা বাজে তখন। সারা রাত ধরে তাঁর উপরে চলে মারধর। জ্যোতি কিছু বলার চেষ্টা করলেও কেউ তা শোনেনি। শেষমেশ রাত সাড়ে তিনটে নাগাদ জ্যোতির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি।

আরও পড়ুন…

https://www.four.suk.1wp.in/feature-history-of-mob-lynching/

You might also like