Latest News

প্রশ্ন ফাঁস আটকাতে গুজরাতে অচিরেই কঠোর আইন, সাজা হতে পারে যাবজ্জীবন কারাবাস

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে (Gujarat) প্রশ্ন ফাঁসের ঘটনায় (question leaks) লাগাম পরাতে কঠোর আইন চালু করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। এই ধরনের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন (life imprisonment) সাজাও হতে পারে, এমন কঠোর ধারা আইনে যুক্ত করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

গত রবিবার ছিল গুজরাতে পঞ্চায়েত কর্মী নিয়োগ বোর্ডের পরীক্ষা। সাড়ে নয় লাখ চাকরিপ্রার্থী পরীক্ষা হলে পৌঁছনোর মুখে জানতে পারেন পরীক্ষা বাতিল করা হয়েছে। ওইদিন সকালেই পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে কয়েকজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে সেদিনের পরীক্ষার প্রশ্নপত্র পায় পুলিশ।

শুধু গত রবিবারই নয়। এর আগেও দেশের অন্যান্য রাজ্যের মতো গুজরাতে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, গুজরাট বিধানসভার চলতি বাজেট অধিবেশনে এই আইন তৈরির লক্ষ্যে বিল পেশ করা হবে।

গুজরাত সরকারের সূত্রে জানা গিয়েছে, প্রশ্ন ফাঁসকারীদের সাজার বিধান নিয়ে অফিসারেরা আইন দফতরের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এই ধরনের কাজ সংঘঠিত অপরাধের আওতায় পড়ে। সাধারণত একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করে প্রশ্ন ফাঁস করে থাকে। তার জেরে লাখ লাখ সাধারণ চাকরিপ্রার্থীর জীবন বিপন্ন হয়। সরকারের আর্থিক এবং অন্যান্য ক্ষতিও অপরিসীম। এমন অপরাধ দমনে যাবজ্জীবন কারাবাসের মতো কঠোর সাজার বিধান রাখা হবে কি না তা নিয়ে আলাপ আলোচনা চলছে।

গত রবিবার জুনিয়র ক্লার্ক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া মাত্রই গুজরাট পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত শুরু করেছে। সরকার সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে দেয়। এখনও পর্যন্ত পুলিশ ১৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

মন্ত্রী ঋষিকেশ অবশ্য জানিয়েছেন, তিন-চার মাস ধরে আইন প্রণয়নের চেষ্টা চলছে। তিনি বলেন, আসন্ন বিধানসভা অধিবেশনে আইনটি পাশ হবে। প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আইনে কঠোর বিধান রাখা হবে।।

প্রসঙ্গত, গত রবিবারের প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসার পর গুজরাতের একাধিক ছাত্র ও যুব সংগঠন এবং নাগরিক সমাজ কঠোর আইন তৈরির দাবি তোলে। বিরোধীরাও সরব হয়।

নবগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু, কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই তরুণকে

You might also like