Latest News

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, যোনির কাছে পোশাক ভেজা রক্তে! গর্ভপাতের দাবিতে বিক্ষোভ প্যারিসে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাত (abortion) এবং স্বেচ্ছামৃত্যুর (Euthanasia) বিরুদ্ধে রাজধানীর রাস্তায় বিক্ষোভে সামিল হয়েছিলেন মানুষজন। সেই বিক্ষোভের মধ্যে ঢুকে পড়লেন আর এক দল মহিলা বিক্ষোভকারী। তাঁদের ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত (Topless female activists)। নিমাঙ্গে শুধুই সাদা শর্টস। তাও আবার যোনির অংশটুকু লালে লাল! গর্ভপাত-বিরোধী বিক্ষোভের মাঝে ঢুকে পড়ে তাঁরা ধুন্ধুমার কাণ্ড ঘটানোর চেষ্টা করতেই পুলিশ গ্রেফতার করল তাঁদের।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্যারিসে গত রবিবার। গ্রেফতার হওয়া মহিলা বিক্ষোভকারীরা নারীবাদী দল ‘ফেমেন’-এর সদস্য। এদিন বিকেলে প্যারিসের রাজপথে জমায়েত করেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। গর্ভপাত এবং স্বেচ্ছামৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হাঁটার জন্য জড়ো হয়েছিলেন তাঁরা। পুলিশের হিসেবে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এদিনের বিক্ষোভে। মিছিল শুরু হতেই তার মধ্যে ঢুকে পড়েন ফেমেনের ৫ জন প্রতিবাদী। সাদা শর্টসের যোনির অংশে লাল রঙ লাগিয়ে টপলেস হয়ে মিছিলে হামলা চালান তাঁরা। মুখে স্লোগান, ‘গর্ভপাত পবিত্র, কার জীবনের জন্য এই মিছিল?’

সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ৫ জন মহিলাকে থামানোর চেষ্টা করছে পুলিশ। তাঁদের টেনে নিয়েই ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে আইনরক্ষকদের।

জানা গেছে, ৫ জনকেই গ্রেফতার করেছিল পুলিশ। ৭ ঘণ্টা হেফাজতে রাখার পর অবশেষে ছেড়ে দেওয়া হয় তাঁদের। অভিযুক্তদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে কোনও মামলা রুজু করেনি পুলিশ। তবে বাকি দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী জুন মাসে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে।

চেয়ার পেতে দেরি, কর্মীর দিকে ঢিল ছুঁড়লেন তামিলনাড়ুর মন্ত্রী

You might also like