
দ্য ওয়াল ব্যুরো: আজ তৃতীয়া। ইতিমধ্যেই ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন মানুষজন। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও পুজোর আনন্দ মাটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather report)।
বুধবার সকাল থেকেই তিলোত্তমার (Kolkata) আকাশে রোদ ও মেঘের (cloudy) খেলা। আলিপুর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী শনিবার, অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
শনিবার রাতে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। সপ্তমী থেকে দশমী রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নবমী থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তার আগে, অর্থাৎ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।