
বুধবার থেকে বৃষ্টি কমবে, আজ ও কাল কেমন থাকবে আবহাওয়া?
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহের শেষ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে (rain) ভেসেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (south bengal) একাধিক জেলা। সোমবার সকালে রোদ্দুরের দেখা মিললেও বেলা বাড়তেই মেঘলা হচ্ছে তিলোত্তমার আকাশ। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (Weather Report)।
তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় গরম বাড়বে।
বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুধু ইডি-সিবিআই দিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না: তথাগত