Latest News

রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক,  রুল বুক ছুঁড়ে মারার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো:  ডেরেক ও ব্রায়েন (derek )সাসপেন্ড (suspension)। টিএমসির (tmc)  রাজ্যসভা সদস্যকে মঙ্গলবার চেয়ারম্যানের আসনের দিকে রুল বুক (rule book) ছুঁড়ে মারার অভিযোগে চলতি শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে।  উচ্চকক্ষে নির্বাচনী সংস্কার বিল পাশ হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট করেন ডেরেক। পরে তিনি দাবি করেন, তিনি চেয়ার লক্ষ্য করে রুল বুক ছুঁড়ে মেরেছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তার ফুটেজ দেখানো হোক।

আজ নির্বাচন সংস্কার বিল, ২০২১ পাশ হয়  রাজ্যসভায়। গতকাল বিলটি অনুমোদিত হয়েছে লোকসভায়।  বিলের উদ্দেশ্য, আধার নম্বরের সঙ্গে ভোটার তালিকার তথ্যের সংযুক্তিকরণ। এর ফলে আধার কার্ডও ভোট দেওয়ার সময় কাজে লাগানো যাবে। বিরোধীরা বিলের প্রতিবাদে সরব হয়েছেন। আজ রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক কিছুক্ষণ বলার পরই সভায় বাকবিতণ্ডা, তারপর তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

ডেরেক ট্যুইট করেছেন, শেষ আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হই যখন  কেন্দ্র জোর করে কৃষি আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা  করছিল। তারপর কী হয়েছে, সবাই  জানেন। আজ সংসদকে নিয়ে বিজেপির ছেলেখেলার, প্রহসনের বিরোধিতা করে সাসপেন্ড হলাম। বিজেপি এবার ২০২১ এর নির্বাচন আইন বিল জোর করে পাশ করানোর চেষ্টা  করছে। আশা করব, এই বিলও শেষ পর্যন্ত বাতিল করতে হবে।

রাজ্যসভার ১২ বিরোধী সাংসদকে গত বাদল অধিবেশনে ‘অসংসদীয় আচরণে’র জন্য় চলতি পুরো অধিবেশন সাসপেন্ড করা হয়েছে, যা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। তার মধ্যেই  এবার পদক্ষেপ করা হল ডেরেকের বিরুদ্ধে।

সরকারের দাবি, নির্বাচন আইন (সংশোধনী)বিল, ২০২১ আনা হয়েছে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়ার উদ্দেশে, যেজন্য তার সঙ্গে আধার ইকো সিস্টেম মেলানো হচ্ছে। তবে বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব এনে ভোটাভুটি চায়। তবে তা ধ্বনি ভোটে খারিজ হয়ে যায়। এই বিল ভোটারদের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করব বলে অভিযোগ বিরোধীদের।

এদিন রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার সময় প্রতিবাদে ওয়াক আউট করেন কংগ্রেস,  টিএমসি, বাম দলগুলি, ডিএমকে ও এনসিপি সাংসদরা।

 

 

 

You might also like