
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতেই থাকলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির তৃণমূল ছাত্রনেতা (TMCP Leader) শুভদীপ গিরি (Suvodeep Giri)। নাবালিকাকে ধর্ষণের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ, সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের রায়ে পুরনো রায়ই বহাল থাকল। অর্থাত বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ অভিযুক্তকে আত্মসমর্পণের যে নির্দেশ দিয়েছিল, তাই থাকবে। ফের ওই বেঞ্চে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন ছাত্রনেতা।
গত বছরের অক্টোবরে ঘটনার সূত্রপাত। কাঁথির এক কিশোরীর বাবা-মা পুলিশে অভিযোগ করেন, শুভদীপ তাঁদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে জড়ায়। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তুলে রাখে মোবাইলে। কিন্তু পরে তাঁদের মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি অভিযুক্ত ছাত্রনেতা।
এর পরে মোবাইলের ছবি মুছে দেওয়ার জন্য মেয়েটি অনুরোধ করে শুভদীপকে। অভিযোগ, সেইসব ছবি মোছার অজুহাতে মেয়েটিকে দিঘার একটি হোটেলে ডেকে মেয়েকে ধর্ষণ করে শুভদীপ। এই ঘটনার পরে ১ নভেম্বর মেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলেও দাবি করেছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের আরও দাবি, ছাত্রনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করেনি কাঁথি থানার পুলিশ।
এর পরে চলতি বছরের ১০ জানুয়ারি তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয় কাঁথি থানায়। পুলিশি তদন্তে বিচার না পেয়ে নির্যাতিতার পরিবার হাইকোর্টে যায়। ১৯ জানুয়ারি মামলা দায়ের হয়। আদালত অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু তার পরেও সে গ্রেফতার না হওয়ায় পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
বিচারপতি সরাসরি তদন্তকারী পুলিশ কর্তাকে নির্দেশ দেন, ‘আপনি সঠিক তদন্ত করছেন না । যত দ্রুত সম্ভব শুভদীপকে গ্রেফতার করুন।’ পাশাপাশি, অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশও দেয় আদালত। এর পরেই শুভদীপের আইনজীবী সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান। কিন্তু আজ, সোমবার ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল।
কলম ধরলেন সনিয়া, আদানিদের নিয়ে মোদীকে তীব্র আক্রমণ কংগ্রেস নেত্রীর