
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনে (budget session) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপর সরকারের আনা ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। অন্যদিকে, বিরোধীরা আজও আদানি ইস্যুতে সরব হবে সংসদে। অধিবেশন শুরুর আগে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন বিরোধী দলের সাংসদেরা।
তবে বিরোধী শিবিরে প্রতিবাদের ইস্যুতে খানিক ভিন্ন পথ নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারা চায়, সংসদের (parliament) অধিবেশন মুলতুবি না করে আলোচনায় অংশ নিয়ে সব দল নিজেদের মতামত তুলে ধরুক ।
স্বভাবতই তৃণমূলের এই অবস্থান ঘিরে বিরোধী বোঝাপড়ায় ফাটল তৈরি হতে যাচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেস তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অবস্থানে।
গত বৃহস্পতি ও শুক্রবার সংসদের দুই কক্ষেই কোনও কাজ হয়নি। বিরোধীরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হয়ে ওয়েলে নেমে আসে। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে মুখ খুলতে হবে। পরিস্থিতি সামাল দিতে সংসদের দুই কক্ষই মুলতুবি করে দেওয়া হয়।
তৃণমূল প্রথম দিন কংগ্রেস সভাপতি তথা দলের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়্গের ঘরে বৈঠকে যোগ দেয়। সেই মতো অধিবেশন কক্ষে বিরোধিতায় সরব হয় তারা। কিন্তু পরের দিন খাড়্গের ডাকা বৈঠকে যাননি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনরা।
জোড়াফুল শিবির থেকে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে, সংসদে সরকারের বিরোধিতায় হাত মেলানো বা কংগ্রেসের ডাকা বৈঠকে যাওয়ার সঙ্গে বৃহত্তর বিরোধী ঐক্যের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের বক্তব্য, কংগ্রেস সংসদকে ব্যবহার করে বিরোধী শিবিরের মুখ হতে চাইছে। তাই গুরুত্বপূর্ণ বিষয় না থাকা সত্ত্বেও খাড়্গে বিরোধীদের নিজের ঘরে বৈঠকে ডাকছেন।
আজও কংগ্রেস-সহ বিরোধীরা আদানি ইস্যুতে সংসদ অচল করার পক্ষপাতী। সেই অবস্থান থেকে সরে গিয়েছে তৃণমূল। রবিবার সুখেন্দু শেখর রায়, জহর সরকার, মহুয়া মৈত্রের মতো দলের সাংসদেরা আদানি ইস্যুতে গুচ্ছ প্রশ্নের অবতারণা করেছেন। সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এই শিল্পপতির যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন জোড়াফুলের সাংসদেরা। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন কেন, আদানিদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্ত করছে না। তৃণমূল আজ সংসদে এই প্রশ্ন তুলতে চায়।
তৃণমূলের অবস্থান নিয়ে বিরক্ত কংগ্রেস। দলের লোকসভার দলনেতা অধীর চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা জানাই ছিল। হতে পারে মোদীভাই ফোন করেছেন দিদিভাইকে।’
ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে! ভেঙে পড়েছে অজস্র বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ১৫ জনের