Latest News

শিয়ালদহের স্কুলে কংগ্রেস-তৃণমূল ধুন্ধুমার, ভোট শুরু হতেই উত্তেজনা কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুরভোট সবে শুরু হয়েছে। তার মাঝেই রবিবার সাতসকালে উত্তেজনার পারদ চড়ল শিয়ালদহ এলাকায়। কংগ্রেস আর তৃণমূলের বিবাদে সেখানে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।

ঘটনাস্থল শিয়ালদহের টাকি গার্লস স্কুল। সেখানে আর পাঁচটা বুথের মতোই সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, কংগ্রেসের এজেন্টকে প্রথমে বাধা দেওয়া হয়। তারপর বচসা তৈরি হয়। তা হাতাহাতিতে গড়ায়। মারধর করা হয় ওই এজেন্টকে।

এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে টাকি স্কুল চত্বরে। তবে কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

কড়া নিরাপত্তার আঁটুনিতে সকাল থেকে পুরভোট হচ্ছে শহর কলকাতার নানা প্রান্তে। বুথে বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। কলকাতায় মোতায়েন করা হয়েছে ২৩ হাজার ৫০০ পুলিশ বাহিনী। তা সত্ত্বেও ভোটের সকালে অশান্তির খবর শোনা গেল।

You might also like