Latest News

পিএফ থেকে আধার কার্ড– সবেতেই বঞ্চনা চা-শ্রমিকদের! আন্দোলনের পথে তৃণমূলের সংগঠন

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: চা-শ্রমিকদের (Tea Labour) বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। চা-শ্রমিকদের বকেয়া কয়েক হাজার কোটি টাকার পিএফ (PF) মিটিয়ে দেওয়া ও আধার কার্ডের সমস্যা সমাধানের দাবিতে কেন্দ্র বিরোধী এই আন্দোলনে নামতে চলেছে বাংলার শাসকদল (TMC)। বৃহস্পতিবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে সাংবাদিক বৈঠক করে এই নিয়ে কর্মসূচির কথা ঘোষণা করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Law Minister Moloy Ghatak) ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্ধোপাধ্যায়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মলয় ঘটক বলেন, “উত্তরবঙ্গের ডুয়ার্সের চা বাগানের (Tea Garden) সমস্যা নিয়ে ইতিমধ্যেই জনসভা করে গিয়েছেন অভিষেক ব্যানার্জি। সেই সভাতেই তিনি ঘোষণা করেছিলেন চা শ্রমিকদের পরিচয়পত্র , হেল্থ সেন্টার ও ক্রেশ তৈরি করে দেবে রাজ্য সরকার। সেই মতো পরিচয়পত্র দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।” মন্ত্রীর দাবি, রাজ্য সরকার চা-সুন্দরী প্রকল্পের আওতায় ডুয়ার্সের বিভিন্ন চা-বাগানে চা-শ্রমিকদের বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেইসঙ্গে হেল্থ সেন্টার ও ক্রেশের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে জানান মলয় ঘটক।

এদিকে চা-শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধি সংক্রান্ত দাবি কেন্দ্রের কোর্টে ঠেলে দিয়েছেন মলয় ঘটক। এই প্রসঙ্গে তিনি বলেন, “চা-বাগান সংক্রান্ত আইন পুরোপুরি কেন্দ্রের অধীনে৷ রাজ্যের হাতে যতটুকু ক্ষমতা রয়েছে তা দিয়ে কাজ করছি আমরা। বিরোধীদের রেখেই এই সংক্রান্ত কমিটি তৈরি করা হয়েছে। কিন্তু বাগান মালিকদের সঙ্গে ১৮ টা বৈঠকের পরেও কোন‌ও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।”

মলয় ঘটকের অভিযোগ, চা-বাগান সংক্রান্ত আইন পুরোপুরি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন হ‌ওয়ায় বন্ধ বাগান খোলা নিয়ে রাজ্য সরকার কোন‌ও সিদ্ধান্ত নিতে পারছে না। তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটের আগে ১০০০ কোটি টাকা খরচ করে বন্ধ চা-বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রের শাসকদল (BJP)। কিন্তু ভোট মিটে যাওয়ার পর একটাও টাকা বাংলা বা অসম কোথাও আসেনি।

আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্ধোপাধ্যায় জানান, আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর চা-বাগানের শ্রমিকদের নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করবেন তাঁরা। ১৩ তারিখ জলপাইগুড়ি সদরের পিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখাবে আইএনটিটিইউসি।

আগুনে আতঙ্ক নিউটাউনের আবাসনে, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

You might also like