Latest News

জহর সরকারকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিল তৃণমূল, বড় পদক্ষেপের ইঙ্গিত!

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের (TMC) দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছিলেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ জহর সরকার (Jahar Sarkar)। প্রাক্তন এই আমলার সেই বক্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছিলেন লোকসভার সাংসদ সৌগত রায়। তিনি দাবি করেছিলেন, জহরের বিরুদ্ধে দলের ব্যবস্থা নেওয়া উচিত। তারপর দেখা গেল শনিবার তৃণমূলের রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ (whatsapp group) থেকে জহর সরকারকে বের করে দিল তৃণমূল।

সূত্রের খবর, তৃণমূলের তরফে জহর সরকারকে পদত্যাগ করতে বলা হয়েছে। যদিও এ ব্যাপারে শাসকদল সরকারিভাবে কিছু জানায়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানতে জহর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। একইসঙ্গে এই ঘটনার কথা অস্বীকারও করেননি।

যে সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তাতে জহর বলেছিলেন, টিভিতে দেখা যাচ্ছে মানুষের টাকা লুঠ করে এক মন্ত্রী তাঁর বান্ধবীকে অলঙ্কৃত করছেন। যা দেখে গা শিরশির করছে। তৃণমূলের একটা দিক পচে গিয়েছে। এই পচা শরীর নিয়ে চব্বিশের ভোটে লড়াই করা মুশকিল।

শুধু কি তাই? ওইসব দেখার পর তাঁর সামাজিক সম্মান নিয়েও অনেকে টিকাটিপ্পনি কেটেছেন বলে জানিয়েছিলেন জহর। বলেছিলেন,” “আমার বাড়ির লোকেরা সাথে সাথে বলল তুমি রাজনীতি ছেড়ে দাও। আর বন্ধুরা টিপ্পনি কাটছে, কীরে কত টাকা পেলি?”

জহরের ওই বক্তব্য তৃণমূলের অন্দরে তোলপাড় ফেলে দিয়েছিল। অনেকেই প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সৌগত রায় সটান বলে দিয়েছিলেন, “এঁরা সব আত্মকেন্দ্রিক। নিজেদের স্বার্থে চলেন। সাংসদ হিসেবে যখনতখন প্লেনে যাবেন, মাসে দু’লক্ষ টাকা বেতন পাবেন, আর পার্টির খারাপ সময় এলেই সরে যাবেন!”

সৌগত এও বলেছিলেন, “জহর সরকারকে এইসব কথা জনসমক্ষে বলার জন্য রাজ্যসভায় পাঠানো হয়নি। ভাল না লাগলে ছেড়ে দিন। আমাদের মুক্তি দিন। অন্য কাউকে উপনির্বাচনে জিতিয়ে রাজ্যসভায় পাঠাব।”

এদিন কি সেই উপনির্বাচনের সূচনাই হয়ে গেল? এখন দেখার কী করেন জহর। কারণ ওই সাক্ষাৎকারে প্রাক্তন আমলা বলেছিলেন, যেদিন মনে হবে আত্মসম্মান থাকছে না, সেদিন ছেড়ে দেব।

দিল্লিতে কাল মোদীর উদ্দেশে তোপ দাগবেন রাহুল, কাশ্মীর থেকে গান্ধীদের নিশানা করবেন আজাদ

You might also like