Latest News

এলআইসির অফিসারদের গ্রেফতারের দাবি তৃণমূলের, আদানিকে ঋণ দিয়েছ কেন?

দ্য ওয়াল ব্যুরো: আদানিদের (Adani) শেয়ারের দর কমে যাওয়ার কারণে বিপুল ক্ষতির মুখে পড়েছে এলআইসি (LIC)। দেশের প্রায় ২৫ কোটি মানুষের ভরসার জায়গা যখন সঙ্কটের মধ্যে তখন তাদেরই দুয়ারে বিক্ষোভ (Protest) দেখাল তৃণমূল (TMC)। শুধু বিক্ষোভ নয়, এলআইসির অফিসারদের গ্রেফতারির দাবিও তুলল বাংলার শাসকদল।

মঙ্গলবার দিল্লিতে এলআইসির সদর দফতর জীবন ভারতীর সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। সরকারি বীমা সংস্থা হয়ে কেন আদানির মতো একটি বেসরকারি সংস্থাকে ঋণ দেওয়া হল সেই মৌলিক প্রশ্নটি তুলেছে তৃণমূল। সেইসঙ্গে সৌগত রায়, শান্তনু সেনদের বক্তব্য, দেশের কোটি কোটি মানুষের জীবনের সঞ্চয়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে এলআইসি।

এ ব্যাপারে আগেই সিবিআই ও ইডির মতো সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আদানি ইস্যুতে সংসদে বিক্ষোভে থাকলেও কংগ্রেসের অধিবেশন অচল করার দিকে হাঁটেনি বাংলার শাসকদল। বরং তারা মনে করে, সংসদে আলোচনা হলে দেশের মানুষের সামনে সরকারের মুখোশ খুলে দেওয়া যাবে। কংগ্রেস যখন তৃণমূলের এই অবস্থানকে ‘বোঝাপড়া’ হিসেবে দেখাতে চাইছে তখন মঙ্গলবার তৃণমূল সাংসদরা চলে গেলেন এলআইসির সদর দফতরে।

পর্যবেক্ষকদের অনেকের মতে, সাধারণ মানুষ শেয়ারের দাম, তার পতন, হিন্ডেনবার্গের রিপোর্টে কী বলেছে অতশত বোঝেন না, বুঝতে চানও না। তাঁরা বুঝতে চান, ব্যাঙ্ক বা বিমায় রাখা টাকা সুরক্ষিত কিনা। এদিন তৃণমূল এলআইসির সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে সেই স্বরই তুলে ধরল।

বিজেপির নেত্রীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিয়োগ করল কেন্দ্র, আটকে দিলেন প্রধান বিচারপতি

You might also like