Latest News

মিমি সংসদে গেলেন বাবা-মাকে নিয়ে, মন দিয়ে শুনলেন বাজেট

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ সাংসদ হওয়ার পর এই নিয়ে টানা তিনবার সংসদে (parliament) বাজেট অধিবেশনে (budget 2023) যোগ দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ (TMC MP) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এদিন কালো রঙের পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন তিনি। এবার আর একা নন, তেইশের বাজেট অধিবেশন শুনতে এবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবা-মা’কেও। তবে এই প্রথম নয়, এর আগেও নিজের মা’কে নিয়ে সংসদে গিয়েছেন মিমি।

Image - মিমি সংসদে গেলেন বাবা-মাকে নিয়ে, মন দিয়ে শুনলেন বাজেট

বুধবার দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ মিমি টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বাবার কাঁধে ডানহাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মিমি। আর এক পাশে রয়েছেন তাঁর মা। বাঁ হাতে ঝোলানো সাইড ব্যাগ এবং জড়িয়ে রাখা হলুদ রঙের একটি বড় খাম। তবে সেই খামে ঠিক কী রয়েছে, সেটা অবশ্য খোলসা করেননি মিমি। বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি তিনি ডায়েরিবন্দি করে নিয়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তৃণমূল সাংসদ।

সংসদে মিমি মানেই টুইটারে পোস্ট হবে নতুন ছবি। এদিনও তার অন্যথা হয়নি। গতবছর সংসদে অধিবেশন চলাকালীন দেশের বেশ কয়েকজন মহিলা সাংসদ একসঙ্গে ছবি তুলেছিলেন, যার মধ্যমণি ছিলেন নির্মলা সীতারমন। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নারীশক্তির কথা ব্যাখ্যা করেছিলেন খোদ অর্থমন্ত্রী। আজ, বুধবার সেই নির্মলার পেশ করা বাজেটই মন দিয়ে শুনলেন মিমি।

রাহুলের গালে জুড়েই রইল দাড়ি, সংসদে কংগ্রেস নেতাকে দেখেই স্লোগান উঠল ‘ভারত জোড়ো’

You might also like