Latest News

সাতসকালে নদীর জলে ভাসছে তৃণমূল নেতার মৃতদেহ! ময়নাগুড়িতে জোর চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে নিখোঁজ তৃণমূল (TMC) নেতা তথা পঞ্চায়েত সদস্যের মৃতদেহ মিলল। রবিবার সকালে নদীর জলে ভেসে ওঠে সেই দেহ। যা দেখে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি মাধবডাঙা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সূত্রের খবর, গত শুক্রবার রাতে আচমকাই নিখোঁজ হয়ে যান পঞ্চায়েত সদস্য ও দলনেতা ধনেশ রায়। শনিবার থানায় নিখোঁজ ডাইরি দায়ের করে তাঁর পরিবার। তদন্তে নেমে স্থানীয় এলাকার বাঁশঝাড়ে তাঁর স্কুটি দেখতে পায় পুলিশ। এরপরই রবিবার সকালে মাধবডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিগমানন্দ আশ্রম সংলগ্ন ধরলা নদীতে তাঁর মৃত ভেসে ওঠে। মৃতদেহ দেখতে পেয়ে গ্রামবাসীরা তড়িঘড়ি পুলিশে খবর পাঠায়। অবশেষে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

TMC

খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি মহুয়া গোপ, জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়-সহ অন্যান্য তৃণমূল নেতারা। জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ‘উনি আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন। শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। আজ দেহ উদ্ধার হল। আমাদের ধারণা, এটি খুন ছাড়া অন্য কিছু হতে পারে না।’

মুর্শিদাবাদে শিশু-সহ বাবা-মা’র উপর অ্যাসিড হামলা! পুরনো শত্রুতার জের, তদন্তে পুলিশ

You might also like