
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পুলিশের পোশাকে তৃণমূল নেতা (TMC Leader wears Police Uniform)! সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে।
ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন দলেরই একাংশ। তাঁদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ পাল এবং বেরুগ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুস সালাম সহ-অন্য সদস্যরা। তাঁদের অভিযোগ, বেআইনি বালির কারবার-সহ একাধিক দুর্নীতিতে ওই নেতা যুক্ত। জামালপুরের বেরুগ্ৰাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সেই শেখ ফিরোজের গায়ে পুলিশের পোশাক উঠল কীভাবে? আবার ছবিও তোলা হল। সেই প্রশ্নেই জামালপুরে তোলপাড়।
জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদীপ পাল বলেন, “আমরা ইতিমধ্যে সেখ ফিরোজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকের কাছে অভিযোগ পাঠিয়েছি। পুলিশের পোশাক পরা তাঁর ছবি আমিও দেখেছি। আমরা চাই প্রশাসন ব্যবস্থা নিক।”
বিজেপি নেতা অজয় ডকাল বলেন, “আসলে তোলা আদায়ের সুবিধার জন্যই পুলিশের পোশাক পরে সামাজিক মাধ্যমে নিজেকে জাহির করছে। আমরা চাই পুলিশ প্রশাসন শেখ ফিরোজের ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করুক।”
বাবাকে পিটিয়ে মারল নেশাখোর ছেলে, ড্রাগের টাকা না দিতেই অশান্তির সূত্রপাত