Latest News

বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে মেরে থানায় আত্মসমর্পণ বিজেপি কর্মীর

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের (TMC) বুথ কমিটির কোষাধ্যক্ষকে পিটিয়ে খুন (murder) করা হল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। মৃতের নাম মঙ্গল প্রামাণিক।

সোমবার ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে আড়তে যাওয়ার সময় তাঁকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। অভিযুক্ত দেবাশিস প্রামাণিক এলাকায় বিজেপি কর্মী (BJP) হিসেবে পরিচিত। এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে রাজনৈতিক কারণেই গন্ডগোল চলছিল। বছরখানেক আগে মঙ্গলের ভাইজিকে বিয়ে করে দেবাশিস। কিন্তু বিয়ের পরেও গন্ডগোল মেটেনি।

গতকাল সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে ফের গন্ডগোল হয়। অভিযোগ, সন্ধের পর থেকে বাড়ির বাইরে ছিল দেবাশিস। ভোরে মঙ্গল মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতেই তার উপর হামলা চালিয়ে তাকে খুন করে। পরে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত।

নিউটাউনে মহিলা ব্যবসায়ীর মাথায় আঘাত করে দোকান লুঠ

You might also like