
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা ও শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি ( TMC Lead Controversy ) ! এমনই এক অডিও টেপ ভাইরাল হয়েছে। যা তুলে ধরে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির দাবি, ওই অডিও টেপে ( Audio Type ) কথা বলতে শোনা গিয়েছে কোন্নগরের ( Konnagar ) দুই তৃণমূল নেতাকে। সেখানে কাঁথির মারিশদা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফা দিতে বলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের তীব্র সমালোচনা করা হয়েছে! পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তেমন একটা সমালোচনা করেন না, এমন মন্তব্যও শোনা গিয়েছে ওই অডিওতে। বিজেপির দাবি, ওই অডিওর মহিলা কণ্ঠটি কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী শিবানী দত্ত ও তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের। এই নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে।
বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক পাপ্পু সিং এই অডিও টেপ প্রসঙ্গে বলেন, “নবগ্রামের মানুষ বলছে এটা প্রধান ও অঞ্চল সভাপতির গলা। তাঁরা মনের কথা বলেছেন। কিন্তু প্রকাশ্যে বলতে পারছেন না, কারণ প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। মালিকের বিরুদ্ধে সামনাসামনি বললে চাকরি চলে যাবে।”
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নীচে পড়ল ট্রাক! বান্দোয়ানের পথে ভয়াবহ দুর্ঘটনা
যদিও বিজেপির দাবি উড়িয়ে দিয়েছেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের নেতা সম্বোধন করে বলেন, “ওই অডিও আমি শুনেছি, কিন্তু এটা আমার গলা নয়।”
তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারও অডিওর সত্যতা স্বীকার করেননি। তিনি বলেন, “অডিও আমি শুনিনি। তাতে কী বলা হয়েছে জানি না।আমি দল করি, অভিষেকের নামে কেন কিছু বলতে যাব! প্রধানের সঙ্গে এমন কোনও কথা বলিনি যেটা ভাইরাল হবে। প্রধান কার সঙ্গে কী কথা বলেছেন সেটা তিনিই বলতে পারবেন।”
নবগ্রামের দুই তৃণমূল নেতা অডিও টেপের সত্যতা অস্বীকার করলেও তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।