
দ্য ওয়াল ব্যুরো: ডোমকলে ফের তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষ (Inner Clash)। দুই দলের সংঘাতে জখম (Injured) হয়েছেন ৬ জন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের (Domkal) শিবনগর হাট এলাকায়। ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। দিন সাতেক আগে তৃণমূলের এক গোষ্ঠীর সদস্য শামিম শেখের স্ত্রী নিরূপা খাতুনের মৃত্যু হয়। তাঁর সৎকার সেরে টোটো চেপে বাড়ি ফিরছিলেন লোকজন। সেই সময় আচমকাই শিবনগরের বাসিন্দা শাসক দলেরই আর এক গোষ্ঠীর সদস্য মইনুল শেখের সাইকেলে থাকা পাটকাঠি লেগে যায় টোটোতে থাকা একটি শিশুর চোখে। সেই নিয়েই শুরু হয় বাকবিতণ্ডা। মইনুল টোটো চালককে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
প্রাথমিকভাবে থানায় দুপক্ষকে ডেকে এনে মীমাংসা করানো করা হয়। কিন্তু তারপর শুক্রবার সকালে চায়ের দোকানে বসে দুই গোষ্ঠীর লোকজনই আবার বাদানুবাদ শুরু করে। থানায় ডেকে মিটমাট করানো নিয়েও টিকা-টিপ্পনী কাটা হয়। তারপরেই শুরু হয় সংঘর্ষ। হাতাহাতিতে জখম হন একপক্ষের ৫ জন ও অন্যপক্ষের ১ জন। হুমায়ুন কবীর শেখ (৩০), আকাশ আলি শেখ (৫০), আবজল আলি বিশ্বাস (৫৫), গোলাম সারোয়ার (৪৪) ও আবু হানিফ শেখ (২৯) নাম একপক্ষের পাঁচ জন আহতকে প্রাথমিকভাবে ডোমকল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।
অপর পক্ষের যিনি আহত হয়েছেন তাঁর নাম মাইনুল শেখ (৫২)। ডোমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মাইনুল শেখের গোষ্ঠীর একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।
প্রধান শিক্ষিকার নিয়মিত মানসিক নির্যাতন! স্কুলেই মূর্ছা গেলেন জলপাইগুড়ির শিক্ষিকা