Latest News

ডিউটি চলাকালীন উর্দি পরে তৃণমূলের মঞ্চে ট্রাফিক ওসি! নিলেন সংবর্ধনা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূলের মঞ্চে সংবর্ধিত হচ্ছেন উর্দিধারী ( TMC Felicitate Traffic Officer ) ! পূর্ব মেদিনীপুরের ( Medinipur ) পর এমন ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে। আইন অনুযায়ী কোন‌ও পুলিশকর্মী দলীয় অনুষ্ঠানের অংশ হতে পারেন না। তাছাড়া নিরপেক্ষতার প্রশ্ন আছে। কিন্তু বর্ধমানের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে খাগড়াগড়ে তৃণমূলের একটি অনুষ্ঠানের মঞ্চে উর্দি পরে হাজির হতে দেখা যায়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি নজরে আসতেই ওই ওসিকে শোকজ করেছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার।

বৃহস্পতিবার সন্ধেয় খাগড়াগড় তৃণমূল কংগ্রেস ও খাগড়াগড় যুব সংঘ মিলিতভাবে মশারি বিতরণ কর্মসূচি আয়োজন করেন। সেখানে বিধায়ক খোকন দাস, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ শাসকদলের অন্যান্য দলীয় নেতারা হাজির ছিলেন। এখানেই ডিউটিরত অবস্থায় মঞ্চে উঠে সংবর্ধনা নেন ট্রাফিক পুলিশের ওসি বিশ্বনাথ পাইন। গোটা বিষয়টি ভিডিও হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছ’-ছ’টি সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন বাবার, লোপাট প্রমাণও! কাকার অভিযোগে সামনে এল সত্য

যাকে ঘিরে বিতর্ক সেই বিশ্বনাথ পাইন বর্ধমান গোলাপবাগ ট্রাফিক পোস্টের ওসি পদে কর্মরত। যদিও তৃণমূলের মঞ্চে গিয়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগ এই পুলিশ আধিকারিক অস্বীকার করেন। তাঁর দাবি, ওটা একটা ক্লাবের কর্মসূচি বলেই জানতেন। তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ওখানে ছিলেন। সেইসময় উদ্যোক্তারা অনুরোধ করায় তিনি সামান্য সময়ের জন্য মঞ্চে ওঠেন।

বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, “রাজ্যের পুলিশ মমতা পুলিশে পরিণত হয়েছে।” তিনি ওই পুলিশ অধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের মন্তব্য, “এ রাজ্যে পুলিশের পোশাকের নিচে দলের পতাকা রয়েছে। এই কাজ নিয়মের বাইরে।”

এদিকে তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, “এটা একটা ক্লাবের কর্মসূচি ছিল। দলীয় কর্মসূচিতে সরকারি আধিকারিক যেতে পারেন না। কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখব।” যদিও ভাইরাল ভিডিওতে মঞ্চে তৃণমূলের পতাকা উড়তে দেখা গিয়েছে।

এই বিতর্কের পর‌ই ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে শোকজ করেন পুলিশ সুপার।

You might also like