Latest News

মদন অন্যায় করছে, তৃণমূল কখনও এসব ছ্যাবলামো সমর্থন করে না: ফিরহাদ

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পর এবার ফিরহাদ হাকিম। রবিবার মহালয়ায় মদন মিত্র যে কাণ্ডটি ঘটিয়েছেন তার তীব্র নিন্দা করলেন রাজ্যের পুরমন্ত্রী (Firhad Hikim on Madan Mitra)। বললেন, ‘মদন কী করেছে জানি না। যদি করে থাকে তবে খুব অন্যায় করেছেন। তৃণমূল কংগ্রেস এইসব ছ্যাবলামো পছন্দ করে না’।

উল্লেখ্য, মহালয়ার দিন গঙ্গায় স্নান করে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়েছিলেন। মদনের (Madan Mitra) দাবি ছিল, গঙ্গা স্নান সেরে শুভেন্দু-দিলীপের ছবিতে মালা দিয়ে তিনি তাঁদের শাপমোচন করেছিলেন।

মদনের এমন কাণ্ড নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। যার জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক দলকে। মদনের এমন কাণ্ডকে যে দল সমর্থন করে না তা স্পষ্ট করলেন ফিরহাদ (Firhad Hakim)। সোমবার হাওড়া পুরসভায় কয়েকটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে গিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের সঙ্গে আমাদের রাজনৈতিক মত পার্থক্য আছে। জীবিত মানুষের তর্পণ হয় না। আমরা সকলেরই দীর্ঘায়ু কামনা করি।’

তিনি আরও বলেন, ‘মদন কী করেছে জানি না। যদি এটা করে থাকে তবে অন্যায় করেছে। তৃণমূল কংগ্রেস এইসব ছ্যাবলামো পছন্দ করে না’। রবিবারের ঘটনার জেরে সোমবার বালি থানায় দলের তরফ থেকে মদনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা ইন্দ্রনীল দাশগুপ্ত।

এদিকে এদিন সকালেই মদনকে নিয়ে বিধানসভায় প্রশ্নের মুখে পড়তে হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল বিধায়কের শিষ্টাচার নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট জানান, ‘এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন। মিডিয়াই মদন মিত্রকে তুলছে!’

স্পিকার এদিন আরও বলেন, এগুলো না করলেও মদন মিত্র মদন মিত্রই থাকবেন। বিমানবাবু বোঝাতে চান, একজন জনপ্রতিনিধির নত্বসত্ব জ্ঞান থাকা উচিত। কিন্তু ইদানিং মদন মিত্রের মতো কেউ কেউ সেসবের তোয়াক্কা না করেই যা ইচ্ছে করছেন।

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! রাজ্যে একদিনে পাঁচ বছরের শিশু-সহ মৃত্যু ২ জনের

You might also like