
পুলিশসূত্রে জানা গিয়েছে, চোপড়া ব্লকের মুখগুলি গ্রামে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটি রাস্তা ক’দিন ধরে বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল। বাসিন্দাদের চলাচলের সুবিধার জন্য স্থানীয় চোপড়া গ্রামপঞ্চায়েত থেকে ওই রাস্তায় পাথর ফেলার কাজ শুরু হলে বিজেপির কর্মী সমর্থকরা বাধা দেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকার নিকাশি নালা বন্ধ করে রাস্তা মেরামত হওয়ায় জল জমছিল এলাকায়।
এ নিয়েই দু’পক্ষের বিবাদ বাধে। স্থানীয় তৃণমূল নেতা হাসান কামাল জানা অভিযোগ করেন , “বিজেপি নেতা শাইন আখতারের নেতৃত্বে বিজেপির কর্মীরা ধারালো অস্ত্র, বাঁশ লাঠি নিয়ে তাঁদের উপর আক্রমণ করে। বিজেপির হামলায় তৃণমূল কংগ্রেসের ১১ জন গুরুতর জখম হন। ” জেলার পুলিশ সুপার বলেন, “রাস্তা নির্মাণ নিয়ে একটি ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছেছে।”