
গোয়া যাওয়ার আগে এদিন কলকাতা বিমানবন্দর থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল বলেন, আমার খুব ভাল লাগছে। দিদি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি খুশি। গোয়া আমার খুব প্রিয় জায়গা। ওখানে আমি বিহু গানের অনুষ্ঠান করছি। তবে রাজনৈতিক কাজে গোয়া এই প্রথম যাচ্ছেন, স্বীকার করে নিয়েছেন বাবুল।
বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, গত ২ বছর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে গোয়া গিয়েছিলেন তিনি। তাঁর কথায়, গোয়ায় তৃণমূল ভাল ফল করবে। অনেক বড় বড় নেতারা দলে যোগ দিয়েছেন। দিদি নিজে যাচ্ছেন ২৯ তারিখ। আমার মনে হয় খুব ভাল ফল হতে চলেছে গোয়ায়।
বাবুলের সঙ্গে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তিনি জানিয়েছেন, ত্রিপুরায় যেভাবে তৃণমলের উপর আক্রমণ হয়েছে তাতে এই দলকে দমিয়ে রাখা যাবে না। ত্রিপুরায় তৃণমূল এগোবে, ক্ষমতা দখল করবে।