
একদিকে কলকাতার মানিকতলা, অন্যদিকে মহম্মদ আলি পার্ক। দুই প্রান্তে রবিবার পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিলোত্তমার পথ সরগরম। সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা পর্যন্ত পদব্রজে প্রতিবাদ মিছিল করেছে বাংলা সিটিজেন্স ফোরাম। মানিকতলা মোড়ে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এই প্রতিবাদ মিছিলে যোগ দেয় তৃণমূল। মানিকতলা মোড়ে ধর্ণা কর্মসূচিও পালন করেন তাঁরা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলা এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে যেভাবে মানুষের অবস্থা সঙ্গীন হচ্ছে, সেবিষয়ে কেন্দ্রীয় সরকারকে কোনভাবেই উদ্বিগ্ন দেখাচ্ছে না।
আরও পড়ুনঃ স্ট্র্যান্ড রোড থেকে ৬০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার ১
পাশাপাশি এদিন মহম্মদ আলি পার্কের সামনে দড়ি দিয়ে খালি বাস টেনে অভিনব প্রতিবাদে সামিল হন বাস ও মিনিবাস মালিকদের সংগঠনের সদস্যরা। প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিলেন বাস মালিকরা।
একটানা পাঁচদিন কলকাতায় দাম বেড়েছে পেট্রেল-ডিজেলের। ইতিমধ্যেই রাজ্যের ৭ জেলায় ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় রবিবার ফের লিটারে ৩৩ পয়সা বেড়ে পেট্রলের নয়া দাম ১০৮ টাকা ১১ পয়সা। শহরে ডিজেলও সেঞ্চুরির ঠিক মুখে দাঁড়িয়ে। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের নতুন দাম ৯৯ টাকা ৪৩ পয়সা।