
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সংবর্ধিত করেছে তিতাস সাধুদের (Titas Sadhu)। পাশাপাশি সিএবি জানিয়েছে, বিশ্বজয়ী বাংলার তিন কন্যাকে ব্যক্তিগতভাবে দেবে পাঁচ লক্ষ টাকা।
বোর্ডে কিংবা অন্যত্র সংবর্ধনা (felicitated) নেওয়া এক কথা, আর নিজের স্কুলে সংবর্ধনা নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। চেনা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা হওয়ার পরে লজ্জায় মুখ লাল হয়েছে তিতাসের। অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ জয়ী দলের সদস্যা চুঁচুড়ার এই মেয়েটি।
শুক্রবার খাদিনামোরে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। তিতাস টেকনো স্কুলে কে জি থেকে পড়াশোনা করছে। বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন তিতাস। খেলার জন্য অবশ্য দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা দিতে পারেননি মেধাবী ছাত্রী।
এদিন তিতাসকে পেয়ে উন্মাদনা দেখা তাঁর স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে। প্রত্যেকেই ছবি তুলতে চায়, কেউ কেউ অটোগ্রাফ নিয়েছে। তার একটা স্পেলে শেষ হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের আশা। চার ওভার বল করে ছয় রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিতাস।
দক্ষিণ আফ্রিকায় বিশ্বজয় করেছেন। আর ওই মাঠেই সিনিয়র মহিলা দল খেলতে নামবে ১০ ফেব্রুয়ারি থেকে। যে মাঠে খেলে সফলতা পেলেন তিতাস, সেই মাঠ নিয়ে সতর্ক করছেন জুনিয়র দলের তারকা অলরাউন্ডার। বলে দিলেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে হবে হাওয়ার গতিকে কাজে লাগিয়ে। তারপরেই বলছেন, ‘‘আমি জুনিয়র ক্রিকেটার, সিনিয়রদের পরামর্শ দেওয়ার মতো জায়গায় আমি নেই। তবুও বলতে চাই, এইসময় প্রবল হাওয়া বয় মাঠে, সেদিক থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।’’
ধোনি মেন্টর ওয়ান ডে বিশ্বকাপেই! রোহিতদের শিবিরে নয়া ভূমিকায় আসতে পারেন মাহি