
দ্য ওয়াল ব্যুরো: তিলজলায় (Tiljala) শিশুকন্যাকে নির্মম নির্যাতনের পর খুনের ঘটনা নিয়ে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তুলকালাম কাণ্ড চলেছে। এবার সেই ঘটনাতেই রাজ্য পুলিশের ডিজিকে (DGP) চিঠি লিখল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for protection of child rights)।
গতকালই এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দেখা গেল তারপরেই জাতীয় শিশু সুরক্ষা কমিশন চিঠি পাঠাল রাজ্য পুলিশকে।
ইতিমধ্যেই পুলিশি তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, এক নিঃসন্তান দম্পতি সন্তানলাভের জন্য তান্ত্রিকের পরামর্শে শিশুবলি দিতেই ওই শিশুকন্যাকে খুন করেছিল। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য সরকার ক্ষতিপূরণও ঘোষণা করেছে।

এ নিয়ে জনতার ক্ষোভে তোলপাড় চলেছে। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া—সোমবার বন্ডেল গেট ব্রিজ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।
তিলজলায় নিহত শিশুর পরিবারকে আর্থিক সাহায্য সরকারের, তদন্ত চলছে জোরকদমে