
দ্য ওয়াল ব্যুরো: যান-চলাচল করছে ব্রিজ দিয়ে। তার মধ্যেই দেখা গেল, দিব্যি পথের মাঝে বসে রয়েছে পূর্ণবয়স্ক এক বাঘ। মধ্যপ্রদেশের সাত নম্বর জাতীয় সড়কের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই দ্রুত ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।
মধ্যপ্রদেশের সেওনি জেলা থেকে ২৫ কিলোমিটার দূরের পেঞ্চ জাতীয় উদ্যানের কাছাকাছি এলাকা দিয়ে গেছে জাতীয় সড়কের ওই অংশ। মনে করা হচ্ছে, সেখান থেকেই কোনও ভাবে বাঘটি বেরিয়ে এসেছে লোকালয়ে। তার পরে চারপাশ দেখে নিয়ে আরাম করে বসেছে ব্রিজের মাঝখানে। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে ঘাড় ঘুরিয়ে দেখছে চারপাশ।
বলা বাহুল্য, এমন চোখের সামনে বাঘমামাকে দেখে ট্র্যাফিক থমকে যায় পথে। প্রত্যক্ষদর্শীরা ভয়ে সিঁটিয়ে গেলেও, বিরল মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ভোলেননি অনেকেই। বাঘটি অবশ্য কোনও উৎপাত করেনি, কাউকে ভয়ও দেখায়নি, আক্রমণ করা দূরের কথা।
দেখুন সেই ভিডিও।
सिवनी जिले में जब जंगल के राजा सड़क पर आकर दहाड़ मारने लगे! @GargiRawat @ndtvindia @ndtv @RandeepHooda @hridayeshjoshi @SrBachchan अमिताभ बच्चन #tiger @OfficeofUT #SaveBirdsServeNature #welcometoindia pic.twitter.com/DWwYvHGdRV
— Anurag Dwary (@Anurag_Dwary) July 14, 2020
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরাই বন দফতরে খবর দেন। এর পরে এলাকায় এসে পৌঁছয় পুলিশবাহিনী। কিছু পরে অবশ্য বাঘটি নিজেই চলে যায় জঙ্গলের দিকে।
পেঞ্চ ন্যাশনাল পার্কে অনেক সংখ্যক বাঘ বাস করে। এখন সেওনি থেকে নাগপুর বিশেষ করিডরও তৈরি করা হচ্ছে অরণ্যপথে বাঘেরা যাতে চলাচল করতে পারে আরও বেশি করে। মনে করা হচ্ছে, খুব কাছ দিয়ে রাস্তার নির্মাণ চলায় শব্দ হচ্ছে বলেই হয়তো কৌতূহলে বাইরে বেরিয়ে এসেছিল বাঘটি। চারদিক দেখেশুনে আবার ফিরে গেছে বনে।