Latest News

মালদহের গ্রামে বাঘের পায়ের ছাপ? আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: জঙ্গল ছেড়ে এবার লোকালয়ে হানা দিল বাঘ (tiger)! উত্তরবঙ্গের মালদহে (Maldah) ভারত-বাংলাদেশ সীমান্তে সেই বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি-ফুলবাড়ি এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ জওয়ানরা। তাঁরা গোটা এলাকা ঘুরে দেখেন। তবে বাঘের সাক্ষাৎ মেলেনি।

জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কমলাবাড়ি-ফুলবাড়ি এলাকায় ঘন জঙ্গল ঘেরা পুকুর পাড়ে চারটি বাঘ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। তার মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং বাকি তিনটি বাচ্চা ছিল। ওই এলাকার বাসিন্দা তথা মৎস্য ব্যবসায়ী মোফাজ্জল শেখ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পুকুর পাহারার কাজ করছিলেন। ঠিক সেই সময় এই বাঘ দেখতে পান তিনি। সেই সময় তিনি পুকুর পাহারার ঘরের ভিতরে থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন।

পুজোর আগে খুলে গেল বাংলার জঙ্গল, প্রথমদিনের উপচে পড়া ভিড়

অন্যদিকে আরেক গ্রামবাসী জানান, গত পাঁচ দিন আগে তিনি প্রথম দেখেছিলেন বাঘ। কিন্তু গ্রামবাসীরা এই কথা বিশ্বাস করেনি। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। কারণ এই বর্ডার এলাকায় একাধিক গ্রাম রয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এই ঘটনার পর তারা রীতিমতো আতঙ্কিত। কারণ গ্রামের বহু জায়গায় বাঘের পায়ের ছাপ মিলেছে।

যদিও এই বিষয়ে জেলা বনাধিকারিক জানান, এই বাঘ দেখার ঘটনাটি একেবারে ভুয়ো। গ্রামবাসীরা অন্য কোনও জন্তুর পায়ের ছাপ দেখেছেন। সেটাকেই বাঘের পায়ের ছাপ ভেবেছেন। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিন বাঘের পায়ের চাপ দেখার খবর পেয়ে ওই এলাকায় যান ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন, “মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমিও খবর পেয়ে গিয়েছিলাম। বন দফতরের তরফে বলা হয়েছে, বাঘ নয়। বাঘরোল জাতীয় কোনও প্রাণীর ছাপ। তবে পায়ের ছাপের আকৃতি যা তাতে বাঘের পায়ের ছাপ মনে করা অমূলক নয়।”

tiger, Maldah

You might also like