Latest News

সুন্দরবনে নৌকায় ঝাঁপিয়ে পড়ল বাঘ, প্রাণপণ লড়াই করে সঙ্গীকে বাঁচালেন মৎস্যজীবীরা

দ্য ওয়াল ব্যুরো: সুন্দরবনের (sundarbans) বাঘ (tiger) যেন সাক্ষাৎ যম। সেই যমের মুখে পড়েও বেঁচে ফিরেছেন সুদর্শন সরদার। তাঁর সঙ্গীদের সহায়তাতেই এই কার্যত অসম্ভবকে সম্ভব করা গেছে।

অসমের রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন তালিবান আতঙ্কে দেশছাড়া আফগান, খোঁজ নেই স্ত্রী সন্তানের

জানা গেছে, সুদর্শন সরদার পেসায় মৎস্যজীবী। তিনি সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই তাঁকে বাগে পেয়ে ঝাঁপিয়ে পড়ে এক রয়াল বেঙ্গল টাইগার। ঘাড়ে পায়ে আঁচড়ে কামড়ে তাঁকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। কিন্তু সুদর্শন একা ছিলেন না। সঙ্গীদের জন্যেই এ যাত্রা বেঁচে গিয়েছেন তিনি।

বাঘের আক্রমণ দেখেই সুদর্শনকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর সঙ্গীরাও। বাঘের সঙ্গে রীতিমতো লরাই চালান তাঁরা। অনেক কসরতের পর অবশেষে হাল ছেড়ে বনে ফিরে যায় বাঘ। গুরুতর আহত অবস্থায় সুদর্শনকে ভর্তি করা হয়েছে গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সুন্দরবনে বাঘের হানায় মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা লেগেই থাকে। হামেশাই লোকালয়ে হানা দেয় বাঘ। তবে যেভাবে বাঘের সঙ্গে লড়াই করে সুদর্শন সরদারকে উদ্ধার করেছেন তাঁর সঙ্গীরা, তা বিরল।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like