
দ্য ওয়াল ব্যুরো: বাড়ানো হল কলকাতাগামী দিল্লি-মুম্বইয়ের বিমানের দিন। সপ্তাহে দু’দিন নয়, তিনদিন মুম্বই ও দিল্লি থেকে বিমান আসবে কলকাতা বিমানবন্দরে।
মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এই নয়া নির্দেশিকা জারি করে নবান্ন। পূর্বে জারি করা নির্দেশে দিল্লি ও মুম্বই থেকে সপ্তাহে দু’দিন কলকাতায় বিমান অবতরণের কথা বলা হয়েছিল। এবার সেই সময়সীমা আরও একদিন বাড়িয়ে দেওয়া হল। এদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বি. পি গোপালিকা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোম ও শুক্রবারের পাশাপাশি বুধবারও মুম্বই ও দিল্লি থেকে কলকাতাগামী বিমানে ছাড় দেওয়ার কথা।
করোনা ও ওমিক্রনের কথা মাথায় রেখে আকাশ পথেও কড়া বিধিনিষেধ আরোপ করেছিল রাজ্য সরকার। শুধু বিদেশ নয়, দেশের অভ্যন্তরীণ বিমান চলাচলের ওপরও রাশ টেনেছিল। যেহেতু দিল্লীব মুম্বইয়ে করোনার গ্রাফ অন্যান্য রাজ্যের তুলনায় বেশি তাই এই রাজ্য থেকে আগত বিমানের ক্ষেত্রে বিধি আরোপ করেছিল।
গত ১ জানুয়ারি নবান্নের জারি করা নির্দেশে এই দুই রাজ্য থেকে সপ্তাহে মাত্র দু’দিন বিমান অবতরণে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু দু’দিনের মাথায় সেই নির্দেশ পরিবর্তন করে আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।