
দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে টমাস কাপের (Thomas Cup) ফাইনাল। পিছিয়ে গিয়েও প্রথম ম্যাচ জিতে নিলেন লক্ষ্য সেন (lakshya sen)। ইন্দোনেশিয়ার জিনটিংকে ২-১ এ হারিয়ে দেন তিনি। প্রথম গেম হারলেও অবিস্মরণীয় প্রত্যাবর্তন করেন তিনি।
টমাস কাপের (Thomas Cup) ফাইনালে প্রথমবার উঠেছে ভারত। বিপক্ষে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া। এমনিতেই ফাইনালে উঠে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন লক্ষ্য, প্রণয়, চিরাগরা। নিশ্চিত করেছে রুপো। কিন্তু এখানেই থামতে চায় না ভারত। সোনা জিতে ফিরতে চান প্রণয়রা।
গোটা দেশ আজ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে দিলেন লক্ষ্য। গোটা টুর্নামেন্টে ভাল ছন্দে না থাকলেও শেষ ম্যাচে বাজিমাত করলেন তিনি। প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়।
ইন্দোনেশিয়ার জিনটিংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমে প্রথম গেমেই পিছিয়ে পড়েন তিনি। ৮-২১ ব্যবধানে হেরে যান তিনি। তবে শেষ দুটো গেমে ফিরে এসেছেন। দ্বিতীয় গেম জিতেছেন ২১-১৭ ব্যবধানে আর তৃতীয় গেম জিতেছেন ২১-১৬ ব্যবধানে।
ভারতের পরের ম্যাচে নামছেন চিরাগ শেট্টি এবংসাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডির জুটি। এখন দেখার এই জুটি ভারতের সোনা জয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে পারে কিনা।
অ্যাথলিট তৈরিই স্বপ্ন! বিনা পয়সায় দিনরাত প্রশিক্ষণ দেন মালদহের অসিত