
দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল এমন একটি ছবির ধাঁধা মানুষকে যেমন ভাবতে সাহায্য করে, তেমনই পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করে এক একটা ইলিউশন।
কিছু ইলিউশন আবার এমন আছে যা আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে গভীর চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আবার কিছু কিছু ইলিউশন আছে যা আপনার ব্যক্তিত্ব বিচার করে। মনোবিদদের কথায়, এই সব ছবির ধাঁধার মধ্যে লুকিয়ে থাকে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা। আপনি যেমন ভাবেন তেমনই প্রতিফলিত হয় আপনার দেখার মধ্যে দিয়ে। ফলে সহজেই বলে দেওয়া যায় আপনার চারিত্রিক বৈশিষ্ট্য।
তবে সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে যা আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। এই ইলিউশন থেকে আপনাকে বলতে হবে এই ছবির মধ্যে কয়টি সংখ্যা লুকিয়ে রয়েছে?

অনেকেই বলবেন চারটি সংখ্যা দেখতে পাচ্ছেন। ৬, ৮, ৪ ও ১। কিন্তু এই ছবির মধ্যেই লুকিয়ে আছে ১০টি সংখ্যা। হ্যাঁ ঠিকই পড়ছনে। ০ থেকে ৯ পর্যন্ত সমস্ত সংখ্যাই এই একটি ছবির মধ্যে লুকিয়ে আছে। আপনার কাছে এখন চ্যালেঞ্জ হল সেই ১০টি সংখ্যাকে খুঁজে বার করা।
কী পেলেন না? আসুন একটু সাহায্য করলেই আপনি পেয়ে যাবেন লুকিয়ে থাকা ১০টি সংখ্যাকে। তার জন্য প্রথমেই ছবিটিকে খুব কাছ থেকে দেখুন। ৮ এর মধ্যেই লুকিয়ে বসে আছে ০ এবং ৩। পাশাপাশি আটের নিচের অংশ দেখলেই আপনি দেখতে পাবেন ৯ ও ২ কে। কিন্তু অনেকেই ৫ খুঁজতে হিমশিম খাচ্ছেন। কাছ থেকে দেখলেই ৫ ও আপনি খুঁজে পাবেন ঠিকই।
কয়েক সেকেন্ডের এই ইলিউশনে আছে রঙের খেলা! ভিডিও দেখলে চোখ ধাঁধিয়ে যাবে