
দ্য ওয়াল ব্যুরো: করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা ছিলই। বছরের গোড়াতেই আছড়ে পড়েছে কোভিডের থার্ড ওয়েভ। দিল্লি, মুম্বই, কলকাতায় সংক্রমণ লাগামছাড়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ভ্যাকসিন বিশেষজ্ঞ ড- এন কে অরোরা বলছেন দেশের মেট্রো শহরগুলিতে করোনা আক্রান্তদের ৭৫ শতাংশই লাগামছাড়া।
বিশেষজ্ঞ বলছেন, দেশের বড় শহরগুলিতে করোনা সংক্রমণ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তদের জিনোম সিকুয়েন্স করে দেখা গেছে, বেশিরভাগই ওমিক্রন আক্রান্ত। অনেকের আবার বিদেশ ভ্রমণের ইতিহাসই নেই।
সরকারি সূত্রে পাওয়া খবর, গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে প্রায় চার হাজার। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে সংক্রমণের হার (পজিটিভিটি রেট) বেড়েছে ৬.৫ শতাংশ। বেশিরভাগই সংক্রমণের উপসর্গ নেই{ আক্রান্তদের ৮৪ শতাংশই ওমিক্রন সংক্রমিত।
অন্যদিকে, মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্ত ১৯৮। যার মধ্যে ১৯০ জনই মুম্বইয়ের। বৃহন্মুম্বই পুরনিগম জানাচ্ছে, মুম্বইয়ে ওমিক্রন আক্রান্তদের মধ্যে ১৪১ জনেরই বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। অর্থাৎ যা রাজ্যের মোট ওমিক্রন আক্রান্তের ৭১ শতাংশ।
পশ্চিমবঙ্গেও বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে ৬ হাজার ৭৮ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৩ হাজার ছাড়িয়েছিল রবিবার। সোমবার তা থেকে কিছুটা কমে হল ২ হাজার ৮০১। তবে সংক্রমণের হার এ্খনও বেশি। ওমিক্রন রোগীর সংখ্যাও বাড়ছে রাজ্যে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ‘