
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি ( Theft in Ex Councilors Home) ! তাঁকে ঘুমন্ত অবস্থায় ঘরে আটকে রেখে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রানিগঞ্জের ( Raniganj ) ৯ নম্বর ওয়ার্ডের কুমোরবাজার এলাকায়।
সেখানের নন্দীপাড়ায় প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা নন্দীর বাড়ি। কৃষ্ণাদেবী ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এখনও তিনি আসানসোল কোর্টের আইনজীবী। একই সঙ্গে রানিগঞ্জ বাজারে একটি সোনার দোকান রয়েছে তাঁর।
কৃষ্ণাদেবী জানিয়েছেন, বাড়িতে তিনি একাই ছিলেন। অন্যান্য দিনের মতোই রাত দেড়টা নাগাদ তিনি ঘুমোতে যান। সকাল বেলায় উঠে তিনি দরজা খুলতে গিয়ে দেখেন, বাইরে থেকে সেটি বন্ধ রয়েছে। কৃষ্ণাদেবীর বাড়ির উপরের তলায় থাকেন তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়রা। তাঁরা নীচে এসে দেখেন, সামনের ঘরের তিনটি লোহার আলমারি খোলা। সেগুলির লকার ভেঙে সর্বস্ব লুঠ করা হয়েছে। তাঁরাই ঘরে আটকে থাকা কৃষ্ণাদেবীকে উদ্ধার করেন।
এক রাতেই ভাগ্যবদল! লটারির টিকিট কেটে কোটিপতি ভাঙড়ের যুবক
কৃষ্ণাদেবীর আরও বক্তব্য, শুধু গয়নাই নয়, কয়েকটি দাম বিদেশি ঘড়ি ও ক্যামেরাও নিয়ে গেছে চোরের দল। তাঁর সন্দেহ পরিচিতদের মধ্যেই কেউ এই কাণ্ড ঘটিয় থাকতে পারে।
বিষয়টি জানাজানি হতেই রানিগঞ্জ থানার পুলিশকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছিল। প্রায় দেড় ঘণ্টা ধরে কৃষ্ণাদেবী বাড়ির ভেতরে ও চারপাশ ঘুরে দেখেন। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা খুঁজে বের করতে তৎপর পুলিশ।