Latest News

প্যান্ডেমিকে কমে গেছে কন্ডোম-বিক্রিও! সুরক্ষা ছাড়াই যৌনতায় লিপ্ত হয়েছে বিশ্ববাসী

দ্য ওয়াল ব্যুরো: গত দুবছর ধরে অতিমহামারীর প্রকোপে বদলে গেছে পৃথিবীর চেনা হালচাল। লকডাউন ও তারপর সংক্রমণ এড়াতে অনেকে যতটা সম্ভব বাড়িতে বসে থাকার চেষ্টাই করছেন। সেই পরামর্শ দিচ্ছেন ডাক্তাররাও। কিন্তু বাড়িতে বসে বসে যেটা হওয়ার কথা ছিল, সেটা ঠিক হয়নি। গত দু’বছরে আর পাঁচটা ব্যবসার মতো কন্ডোমের ব্যবসাতেও ভাঁটা পড়েছে।

কন্ডোম গত দুবছরে লকডাউন আর করোনার বাড়বাড়ন্তের মধ্যে অনেকেই কেনেননি, পরিসংখ্যান তেমনটাই বলছে। অর্থাৎ সুরক্ষা ছাড়াই যৌনতায় লিপ্ত হয়েছেন সকলে। কন্ডোমের বিক্রি অনেক কমে গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ কন্ডোম প্রস্তুতকারক সংস্থা মালোয়েশিয়ার কারেক্স। বিশ্বের যত কন্ডোম বিক্রি হয় তার প্রতি পাঁচটার মধ্যে একটা কারেক্সের। তারা জানিয়েছে, কোভিড অতিমহামারীর মধ্যে বিগত দু’বছরে কন্ডোমের ব্যবহার কমে গেছে ৪০ শতাংশ। অথচ হওয়ার কথা ছিল উল্টোটাই। লকডাউনে বাড়ি বসে বসে আরও বেশি করে কন্ডোম ব্যবহার করার কথা ছিল মানুষের, তেমনটাই মত ওই কোম্পানির। লকডাউন ঘোষণার পরই তারা জানিয়েছিলেন এবার তাদের ব্যবসা আরও বাড়বে।

কারেক্স জানাচ্ছে, কন্ডোম বিক্রি কমে যাওয়ার একটা বড় কারণ হতে পারে কোভিডের জন্য হোটেল বন্ধ হয়ে যাওয়া। বাড়ির বাইরে নিভৃতে সময় কাটানোর সুযোগ, প্রিয়জনের সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ এই দু’বছরে চোখে পড়ার মতো কমেছে। এই ক’দিনে কন্ডোম থেকে কারেক্সের শেয়ার কমে গেছে ১৮ শতাংশ।

You might also like