Latest News

লাদাখের ২৬টি পেট্রোলিং পয়েন্ট চিনের দখলে! পাহাড়ি ফিঙ্গার এলাকাগুলোতে কি নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখে ৬৫টি নজরদারি কেন্দ্র (পেট্রোলিং পয়েন্ট বা পিপি)-এর মধ্যে ২৬টি (China Border) ইতিমধ্যেই ভারতের হাতছাড়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। রিপোর্টে দাবি, পাহাড়ি এলাকাগুলোতে ভারতীয় সেনার বিন্যাস ঠিক নেই। অনিয়মিত টহলদারির কারণেই নাকি অবৈধভাবে পেট্রোলিং পয়েন্টগুলো দখল করে নিচ্ছে চিনের লাল ফৌজ।

পূর্ব লাদাখ সীমান্তের পশ্চিম অংশে ৬৫টি টহল পয়েন্টের মধ্যে কমপক্ষে ২৬টির অধিকার হারিয়েছে ভারত, এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে। লাদাখের অন্যতম প্রধান শহর লেহ-র পুলিশ সুপারের করা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

The Truth Behind India Losing Access to 26 Patrolling Points Along China  Border | OPINION

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত ৬৫টি পিপি রয়েছে যেগুলিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর টহলদারি করার কথা। কিন্তু ৬৫টি পিপি-র মধ্যে ২৬টি পিপি-তে নিরাপত্তা বাহিনীর কোনও নজরদারি না থাকার কারণে সেগুলি ভারতের হাতছাড়া হয়েছে। এই কেন্দ্রগুলিতে দীর্ঘ দিন ধরে ভারতীয় জওয়ান বা সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়নি, তাই এই অঞ্চলগুলি লাল ফৌজ দখল নিয়েছে।

প্রতিবেদনে দাবি, পিপি ৫-১৭, পিপি ২৪-৩২ এবং পিপি ৩৭-এ ভারতের নিরাপত্তা বাহিনীর টহল অনিয়মিত হয়ে পড়়েছে অথবা সেখানে কোনও টহলই নেই। ফলে ওই গুরুত্বপূর্ণ নজরদারি কেন্দ্রগুলো এখন চিনা সেনার দখলে চলে গেছে। চিন এভাবে ইঞ্চি ইঞ্চি করে ভারতের জমি দখল করছে।

তবে সেনা সূত্র জানিয়েছে, ভারতীয় সেনার তরফেও এলাকাগুলিতে চেকপোস্ট তৈরি করে এবং ছদ্মবেশে জওয়ানদের মোতায়েন করা হয়। কিন্তু চিনা ফৌজ যাতে কোনও রকম আঙুল তুলতে না পারে বা অশান্তি না সৃষ্টি হয় সেই উদ্দেশ্যেই নজরদারি কমিয়েছিলেন ভারতীয় জওয়ানরা। আর সেই সুযোগেই এই কেন্দ্রগুলির দখল নিয়েছে তারা।

You might also like