Latest News

শিয়রে বাজেট, নির্মলার দফতরে হালুয়া খেয়ে শুরু হল কর্মীদের ‘কোয়ারেন্টাইন পর্ব’

দ্য ওয়াল ব্যুরো: ১ ফ্রেব্রুয়ারি দেশের ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজেট পেশ হবে সংসদে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন-সহ (Nirmala Sitaraman) অর্থ মন্ত্রকের আমলাদের ব্যস্ততা এখন তুঙ্গে। আগামী বুধবার বাজেট (Budget) পেশ না হওয়া পর্যন্ত অর্থমন্ত্রকের প্রায় একশো কর্মচারী নর্থব্লকের বাইরে যেতে পারবেন না। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা সেখানেই করা হবে (‘quarantine phase’)। বাজেটের গোপনীয়তা রক্ষায় এই আয়োজন।

বরাবরের মতো গতকাল নর্থব্লকে অনুষ্ঠিত হয়েছে হালুয়া অনুষ্ঠান। সেই ব্রিটিশ শাসনের সময় থেকে বাজেটের চূড়ান্ত প্রস্তুতি শুরুর দিনে নর্থব্লকে বড় কড়াইয়ে হালুয়া (halwa) তৈরি করা হয়। রীতি হল অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, পদস্থ আমলারা হালুয়া তৈরিতে হাত লাগান। তারপর সকলে মিলে খান। অর্থমন্ত্রী নির্মলা বিগত কয়েক বছরের মতো এবারও পরিবেশন করেছেন। গতকাল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকতে হয় অর্থমন্ত্রীকে। সেখান থেকে এসে যোগ দেন হালুয়া তৈরির অনুষ্ঠানে।

সরাসরি বাজেট তৈরির সঙ্গে যুক্ত অফিসার, কর্মীদের কয়েকদিন নর্থব্লকেই থাকতে হয়। এই ক’দিন তারা বাড়ি যেতে পারবেন না। ফোনেও কথা বলতে পারবেন না পরিবারের সঙ্গে। মেল, টেক্সট মেসেজেও যোগাযোগ বারণ। এই কড়াকড়ি নিশ্চিত করতে নর্থ ব্লকে জ্যামার বসেছে।

সরকারি সূত্রের খবর, এবারও পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা। কিন্তু কিছু নথিপত্র ছাপাতে হয়। নর্থব্লকের বেসেমেন্টে আছে ছাপার মেশিন। ডিজিটাল ফরম্যাটে বাজেট তৈরির জন্য তথ্যপ্রযুক্তির ৪০জন বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিও এই ক’দিন অর্থ মন্ত্রকের কর্মী-অফিসারদের সঙ্গে থাকবেন।

নীতীশরাও থাকছেন না ভারত জোড়োর সমাপ্তিতে, ঘনিষ্ঠ দলগুলিও কেন এড়াচ্ছে কংগ্রেসকে

You might also like