Latest News

মমতা চাইলেই পেট্রল-ডিজেলের দাম কমতে পারে, বললেন সুকান্ত

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের (Petrol Deiseal) দাম ঊর্দ্ধমুখী। যার প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনেও। জ্বালানি তেলের এহেন মূল্যবৃদ্ধি নিয়ে প্রায়শই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে দেশের বিরোধী দলগুলো। তবে, কিছু রাজ্যের আপত্তিতে এখনও পেট্রল-ডিজেলের ওপর জিএসটি লাগু করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তোলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanto Majumder)। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চাইলেই রাজ্যে কমতে পারে পেট্রল-ডিজেলের দাম।

শনিবার কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালের চিকিৎসকদের সম্বর্ধনা জানাতে যান বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। করোনা বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের অবদান অনস্বীকার্য বলে জানান সুকান্তবাবু। ১০০ কোটি ভ্যাকসিনের মাইলস্টোন ছুঁয়েছে দেশ।

এই কর্মসূচি থেকেই রাজ্য সরকারকে একহাত নেন বিজেপি সভাপতি। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেই লিটার প্রতি ২০ টাকা করে দাম কমতে পারে পেট্রল-ডিজেলের।’ উল্লেখ্য, পেট্রল-ডিজেল জিএসটি আওতাবিহীন হওয়ায়, রাজ্য ও কেন্দ্রের আলাদা আলাদা কর বসে। ফলে মূল্যের তারতম্য দেখা দেয় দেশে। পেট্রল-ডিজেলে জিএসটি চালু হলে দাম কমতে পারে বলে মনে করেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ এখনই কনটেইনমেন্ট জোনের ভাবনা নেই, দ্বিতীয় ডোজের ওপর জোর দিলেন ফিরহাদ

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর পেট্রল-ডিজেলের দাম নির্ভর করে। চাইলেও সেই দাম কমানো সম্ভব নয়। কিন্তু যদি জিএসটি লাগু হয় তবে দাম কমার সম্ভাবনা আছে। কিন্তু আপত্তি জানাচ্ছে অবিজেপি শাসিত রাজ্যগুলো। বিশেষত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

অন্যদিকে, আসন্ন রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি ভালো ফল করবে বলে আশাবাদী সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জ্যোতিষী বলেও কটাক্ষ করেন তিনি। প্রসঙ্গত, চার কেন্দ্রেই জিতবে বলে জানিয়েছেন অভিষেক। সেই প্রসঙ্গেই সুকান্তবাবু বলেন, “উনি জ্যোতিষী হতে পারেন আমি তো নই। তবে উপনির্বাচনে বিজেপি ভালো ফল করবে।”

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like