Latest News

পুরোনো ব্রিজ ভাঙা হবে, বর্ধমান স্টেশনে দিনভর চলবে না ট্রেন

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রেল জংশনের উপরে পুরোনো ওভারব্রিজ ( Over Bridge ) ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে বর্ধমান স্টেশনে ( Burdwan Station )। সেই কাজের জন্যই ৫ ফেব্রুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। বর্ধমান স্টেশনের ম্যানেজার স্বপন ভট্টাচার্য বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি বর্ধমান হাওড়া, বর্ধমান ব্যান্ডেল, বর্ধমান আসানসোল ও বর্ধমান রামপুরহাট শাখায় সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে।

ব্রিজ ভাঙার কাজ চলায় এমনিতেই প্রতিদিন বর্ধমান থেকে রেল চলাচলের কাজে ব্যাঘাত ঘটছে। এই ব্রিজের পাশে একটি আধুনিক ফ্লাইওভার তৈরি হওয়ায় পুরোনো ব্রিজটি ভেঙে ফেলা হচ্ছে। প্রায় একশো বছরের পুরোনো ব্রিজকে অনেক আগেই ভারী যান চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল। এদিকে বিকল্প ব্রিজ নিয়ে অনেক টানাপড়েন চলতে থাকে। অবশেষে তিনবছরের কিছু বেশি আগে একটি সুদৃশ্য ফ্লাইওভার তৈরি হয় রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে।

মুর্শিদাবাদে ফের চলল বোমা-গুলি, মৃত ১! পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হচ্ছে নবাবের জেলা

নতুন ফ্লাইওভারটি কালনা-কাটোয়া-কলকাতা-দুর্গাপুর এবং আসানসোল যাওয়ার রাস্তাগুলিকে যুক্ত করেছে। পুরোনো ব্রিজ ভাঙার জন্য এক সপ্তাহ ধরে বর্ধমান-হাওড়া মেইন লাইন, কর্ড লাইন এবং কাটোয়া লাইনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। গোটা দিন ট্রেন না চললে যাত্রীদের ভোগান্তি বাড়বে।

নিত্যযাত্রীরা জানান, লকডাউনের জন্য দু’বছর ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল। ট্রেন চলাচল চালু হওয়ার পর প্রায় একবছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলায় দফায় দফায় পরিষেবা ব্যাহত হয়েছে। মেইন এবং পরে কর্ড লাইনে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। নতুন এই ঘোষণার ফলে ভোগান্তি আরও বাড়বে।

You might also like