
দ্য ওয়াল ব্যুরো: কোভিড ঝড়ে যখন সারা বিশ্ব কাবু, যখন দেশের কেউ ভ্যাকসিন পাননি, তখন ভাইরাসের সঙ্গে এই লড়াইয়ে সামিল হতে এগিয়ে এসেছিলেন তিনি। নিজের নয়, মানুষের স্বার্থেই ট্রায়ালে ভ্যাকসিনের সূঁচ ফুঁড়েছিলেন নিজের শরীরে।
গতকাল ১৬ জানুয়ারি এদেশে টিকাকরণ প্রক্রিয়া পা দিয়েছে এক বছরে। টিকাকরণের এই এক বছর পূর্তিতে কী বলছেন ট্রায়ালে প্রথম ভ্যাকসিন নেওয়া বেলেঘাটার বিপ্লব যশ? কেমন আছেন তিনি? কেমনই বা লাগছে তাঁর এখন?
২০২০ সালের ১ ডিসেম্বর কোভ্যাক্সিন নিয়েছিলেন বিপ্লব। ট্রায়ালে নিজের জীবনের ঝুঁকি নিয়েই ভাকসিন নিতে এগিয়ে গিয়েছিলেন তিনি। দেশের টিকাকরণের এক বছর পূর্তিতে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, আমার এটা ভেবে সত্যি ভাল লাগে যে কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আমি প্রথম সামিল হয়েছিলাম। আজ কোভিডের অনেক রূপ সামনে এসেছে, ডেলটা, ওমিক্রন একে একে রূপবদল করেছে করোনা। আমি প্রথম ঝুঁকিটা নিয়েছিলাম। কোনও বড় কাজ করতে হলে কাউকে তো ত্যাগ করতেই হয়। সেই ভাবনা থেকেই এই কাজ আমি করেছিলাম। ভাল না খারাপ- এর ফল কেমন হবে তখন ভাবিনি। দেখতে দেখতে বছর ঘুরে গেল।
প্রথমবার ভ্যাকসিন নেওয়ার সময় কী হবে কেউ জানত না। জীবনের ঝুঁকিও ছিল। তবে তাতে ভয় পাননি বিপ্লব। তাঁর কথায়, কোনও মহৎ কাজ করতে হলে কাউকে না কাউকে ত্যাগ করতে হয়। আমিও সেটাই করেছিলাম। আমি চাই আবার মানুষ আগের মতো সুস্থ থাকুন। এই অতিমহামারি থেকে রক্ষা পান সবাই। যাঁরা এখনও ভ্যাকসিন নেননি, তাঁদের তা নিয়ে নেওয়ার অনুরোধও করেছেন বেলেঘাটার বিপ্লব যশ।