Latest News

নদিয়ায় ঘর থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার নাতি!

দ্য ওয়াল ব্যুরো, নদিয়ার: নেশার টাকা না পেয়ে ঠাকুমাকে খুন ( Murder ) ! অভিযুক্ত নাতিকে গ্রেফতার ( Arrest ) করল তাহেরপুর থানার পুলিশ।

নদিয়ার ( Nadia ) তাহেরপুরের বাড়িতে নাতি আকাশকে নিয়ে একাই থাকতেন বছর আটান্নর নিশা দাস। শুক্রবার রাতের পর এলাকায় তাঁকে আর দেখা যাচ্ছিল না। প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁকে বাড়িতে ডাকাডাকি করতে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন বাড়ির দরজায় তালা ঝোলানো। জানলা খোলা থাকায় জানলা দিয়ে বাড়ির ভিতরে উঁকিঝুঁকি মারতেই দেখেন, নিশাদেবীর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি তাহেরপুর থানায় খবর দেন। পুলিশ ওই বাড়িতে গিয়ে তালা ভেঙে নিশাদেবীর দেহ উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে পাঠায়।

কাঁথির ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা! নাবালিকার বাড়ি লক্ষ্য করে ইঁটবৃষ্টি দুষ্কৃতীদের

এরপরেই প্রতিবেশীরা পুলিশকে অভিযোগে জানান, প্রায় নাতি আকাশের সঙ্গে নিশাদেবীর ঝগড়া হতো। একবার আকাশ তাঁর ঠাকুমাকে কাঁচি নিয়ে প্রাণে মারার চেষ্টাও করেছিল। মূলত নেশার টাকার জন্য ঠাকুমার উপর জুলুম চালাত আকাশ। এদিনও হয়ত ঠাকুমার সঙ্গে বচসা হয়েছিল, আর সেই বচসা থেকেই সে নিশাদেবীকে খুন করতে পারে। স্থানীয়দের আরও দাবি, আকাশ ঠাকুমাকে খুন করার পর বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে বলে তাঁদের অনুমান।

প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত নাতি আকাশ দাসকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে।

You might also like