Latest News

ক্যানসারের আয়ুর্বেদিক চিকিৎসার নামে ১৫ লক্ষের প্রতারণা! মামলা ঠুকলেন রেলকর্মী

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারে (Cancer) ভুগছিলেন স্ত্রী। অ্যালোপ্যাথিক চিকিৎসাতেও বিশেষ সুরাহা হয়নি। তাই শেষমেশ একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের (Ayurveda Cure) দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অসুখের উপশম তো হয়ইনি, উল্টে ১৫ লক্ষ টাকারও বেশি খুইয়েছেন ভারতীয় রেলের এক কর্মী। সেই ঘটনায় ইতিমধ্যেই ওই আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে প্রতারণার (fraud) অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণেতে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন ওই রেলকর্মীর স্ত্রী। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও বিশেষ সুফল না পাওয়ায় শেষমেষ স্থানীয় একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন ওই ব্যক্তি। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে সেখানকার চিকিৎসকদের পরামর্শ মতোই চলছিলেন অভিযোগকারীর স্ত্রী। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও অসুস্থ মহিলার শারীরিক অবস্থার কোনও রকম উন্নতি হয়নি। উল্টে, ওই রেলকর্মীর অভিযোগ, আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের তরফে বারবার তাঁর কাছে টাকা চাওয়া হয়। স্ত্রীর কথা ভেবে কয়েক দফায় তিনি মোট ১৫ লক্ষ ২২ হাজার টাকা জমা করেন ওই চিকিৎসাকেন্দ্রে।

কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও স্ত্রীর অসুখের উপশম হয়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই রেলকর্মী। নওপাড়া থানায় উক্ত চিকিৎসা কেন্দ্রের দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন তিনি।

ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

৫ বছরের ভারতীয় মেয়েকে খুন! অভিযুক্তকে ১০০ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত

You might also like